উপরাষ্ট্রপতি নির্বাচনে ১৫টি বাতিল ভোট ঘিরে ঘনীভূত রহস্য, সন্দেহের তীর কার দিকে?

১৫টি বাতিল ভোট, ১৫টি অতিরিক্ত ভোট, এবং বিরোধী শিবিরের ১৫টি কম পাওয়া ভোট-এই তিনটি সমাপতন ঘিরে তৈরি হয়েছে এক রাজনৈতিক ধাঁধা।

September 9, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২৩:২০: ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন। এনডিএ প্রার্থী সি.পি. রাধাকৃষ্ণন জয়ী হয়েছেন ৪৫২ ভোটে, যেখানে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র প্রার্থী বি. সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট। কিন্তু এই ফলাফলের নিরিখে ঘনীভূত হয়েছে এক অদ্ভুত সমাপতন-ঠিক ১৫টি ভোট বাতিল হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে জল্পনার ঝড়।

সংখ্যার খেলা: রহস্যময় ‘১৫’

  • বিরোধী শিবির দাবি করেছিল ৩১৫ জন সাংসদ ভোট দিয়েছেন। কিন্তু সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০ ভোট- ১৫টি কম।
  • এনডিএর হিসাব ছিল ৪৩৭ ভোটের, কিন্তু রাধাকৃষ্ণন পেয়েছেন ৪৫২- ১৫টি বেশি।
  • ঠিক ১৫টি ভোট বাতিল হয়েছে, যার মধ্যে অন্তত ১২টি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য বর্তমানে AAP-র সাংসদ সংখ্যা ১২।

জল্পনার কেন্দ্রে AAP
রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এই বাতিল ভোট কি আম আদমি পার্টির (AAP) সাংসদদের? কংগ্রেসের সঙ্গে AAP-এর দীর্ঘদিনের দ্বন্দ্ব এবং ভোটের আগে AAP সাংসদ স্বাতী মালিওয়ালের এনডিএ-সমর্থনের ইঙ্গিত এই সন্দেহকে আরও জোরালো করেছে। কেউ কেউ বলছেন, কংগ্রেসকে ‘শাস্তি’ দিতেই AAP ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করেছে।

ক্রস ভোটিং, না কি অন্য কিছু?
বিজেপি দাবি করছে, ‘ইন্ডিয়া’ শিবিরে ভাঙন ধরিয়ে এনডিএ অতিরিক্ত ভোট পেয়েছে। তবে কংগ্রেসের একাংশ বলছে, এই ১৫টি অতিরিক্ত ভোট এসেছে এনডিএ এবং নির্দল সাংসদদের কাছ থেকে, ‘ইন্ডিয়া’ শিবির থেকে নয়। ফলে ‘ক্রস ভোটিং’-এর তত্ত্ব এখনও অনিশ্চিত।

রাজনৈতিক প্রতিক্রিয়া

কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, “বিরোধী শিবির ঐক্যবদ্ধ ছিল। বিজেপির জয় শুধু সংখ্যার, নৈতিক নয়।” তৃণমূলের এক প্রবীণ সাংসদ মন্তব্য করেন, “আমাদের সব ভোট সুদর্শন রেড্ডিই পেয়েছেন, বাকিটা ইন্ডিয়া মঞ্চের নেতারা বুঝে নিন।”

১৫টি বাতিল ভোট, ১৫টি অতিরিক্ত ভোট, এবং বিরোধী শিবিরের ১৫টি কম পাওয়া ভোট-এই তিনটি সমাপতন ঘিরে তৈরি হয়েছে এক রাজনৈতিক ধাঁধা। এর মূলে রয়েছে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, এবং হয়তো কেন্দ্রীয় এজেন্সির চাপ। তবে সত্যি কী, তা এখনও ধোঁয়াশায়। চলমান রাজনৈতিক উত্তাপের মাঝে, এই ‘১৫’-এর রহস্য হয়তো আগামী দিনে আরও বড় বিতর্কের জন্ম দেবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen