আমেরিকায় ফের বন্দুকবাজের হানা, টেক্সাসের স্কুলে মৃত ১৮ পড়ুয়া
টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে।

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। টেক্সাসের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের আক্রমণে নিহত ১৮ পড়ুয়া-সহ কমপক্ষে ২১ জন। আহত বহু। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার এই ঘটনা ঘটে।
হামলার পরই পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে মারা যান সেই বন্দুকবাজ। সূত্রের খবর, অভিযুক্ত বন্দুকবাজ এক কিশোর। এমনটাই জানা যাচ্ছে রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবটের বিবৃতি থেকে।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত কিশোরের নাম সালভাদর র্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে এই স্কুলে হামলা চালায় ১৮ বছরের সালভাদর। স্কুলে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সালভাদর।
এই হামলায় নিহত হয়েছেন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন পড়ুয়া রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।