বক্ষ বিভাজিকার ঘাম বিক্রি করে কোটিপতি এক মডেল, টাকার অঙ্ক শুনলে চমকে যাবেন

প্রতিদিন তিনি রোদে বসে ঘামেন এবং সেই ঘাম বোতলে ভরে অনলাইনে বিক্রি করেন। দিনে ১০ বোতল বুকের ঘাম বিক্রি করেন। তাঁর ঘামের চাহিদা এতটাই বেশি যে যোগান দিতে হিমশিম খাচ্ছেন এই মডেল।

June 2, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ঘাম বিক্রি করে কোটিপতি হওয়া যায়! হাসবেন না, এমনটাই হয়েছে। ইনস্টাগ্রামের Viral এক ইনফ্লুয়েন্সার মডেল নিজের বক্ষ বিভাজিকার ঘাম বিক্রি করে কোটিপতি হয়েছেন। লাস্যময়ী অভিনেত্রীর পেশা এটাই। প্রতিদিন তিনি রোদে বসে ঘামেন এবং সেই ঘাম বোতলে ভরে অনলাইনে বিক্রি করেন। দিনে ১০ বোতল বুকের ঘাম বিক্রি করেন। তাঁর ঘামের চাহিদা এতটাই বেশি যে যোগান দিতে হিমশিম খাচ্ছেন এই মডেল।

নিউ ইয়র্কের Stephanie Matto নামের এই অভিনেত্রী এখন ইন্টারনেট সেনসেশন। ইন্সটাগ্রামে stepankamatto খুঁজলেই পাবেন তাঁর প্রোফাইল। সেখানে রয়েছে তাঁর অজস্র ভিডিও। তাতে দেখা যায়, তিনি নিজেই বুকের ঘাম বোতলে ভরে বিক্রি করার কথা বলছেন। এই কাজ করার জন্য প্রতিদিন তিনি ১৫ মিনিট রোদে বসে থাকেন। এরপর বুকের ঘাম সংগ্রহ করে বোতলে ভরে রাখেন। আর সেই ঘাম বিক্রি করেই দৈনিক লক্ষাধিক টাকা উপার্জন করেন স্টেফানি।

প্রসঙ্গত, অতীতে নিজের বাতকর্ম বিক্রি করে ভাইরাল হয়েছিলেন স্টেফানি। কিন্তু, সেই কাজ করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর বুকের ঘাম বিক্রি করার কাজ শুরু করেন তিনি। আর এই কাজ করেই এখন তিনি কোটি কোটি টাকা আয় করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen