অক্সিজেন সরবরাহে নজরদারি কমিটি রাজ্যের

পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। অক্সিজেনের অভাবে দেশে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। রাজ্যেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট।

May 13, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনার দ্বিতীয় ঢেউয়ে (Corona Second Wave) ইতিমধ্যেই টালমাটাল পরিস্থিতি সারা দেশে। দেশের সর্বত্র দেখা দিচ্ছে অক্সিজেন সংকট। হাসপাতালগুলিতে নেই পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার। আবার এই সুযোগে দেশের নানা প্রান্তে সক্রিয় হয়েছে উঠেছে অক্সিজেনের (Oxygen) কালোবাজারি চক্র। পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন। অক্সিজেনের অভাবে দেশে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। রাজ্যেও বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে দেখা দিচ্ছে অক্সিজেন সংকট।

এমতাবস্থায় গতকাল রাজ্য স্বাস্থ্য দপ্তর ঘোষণা করেছে হাসপাতালগুলিতে যাতে ঠিকমতো অক্সিজেন সরবরাহ হয়, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি নজরদারি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে থাকবেন এডিএইচএস দেবাশীষ হালদার। এছাড়াও থাকবেন, রাঘবেশ মজুমদার, অধ্যাপিকা অদিতি চৌধুরি, অধ্যাপক দেবপ্রিয় সমাদ্দার এবং প্রবীর ঘোষ।

এই বিশেষ কমিটির প্রতিনিধিরা কোভিড হাসপাতালগুলি ঘুরে দেখবেন। অক্সিজেন সরবরাহ ঠিক মতো হচ্ছে কী না, বা অন্যান্য যন্ত্রাদির চাহিদা আছে কী না তা জেনে স্বাস্থ্য দপ্তরকে রিপোর্ট করবেন।

গতকালই অক্সিজেনের অপচয় বন্ধ করতে নতুন নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। ওই নির্দেশিকায় বলা হয়েছে করোনা আক্রান্ত রোগীদের জন্য ৯২–৯৬ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন রাখতে হবে। ৯৬ শতাংশ স্যাচুরেশন হয়ে গেলে করোনা আক্রান্ত রোগীকে আর অক্সিজেন সাপোর্ট দেওয়ার প্রয়োজন নেই। ৯৬ শতাংশ স্যাচুরেশন থাকা মানেই রোগী সুস্থ থাকবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen