কলকাতার মুকুটে নয়া পালক, শহরের তৈরি হচ্ছে মার্কিন সেমি কন্ডাক্টর প্লান্ট

কলকাতার মুকুটে নতুন পালক যোগ হতে চলেছে।

September 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: এই সময়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: কলকাতার মুকুটে নতুন পালক যোগ হতে চলেছে। ভারত ও মার্কিন মুলুকের যৌথ উদ্যোগে কলকাতায় তৈরি হতে চলেছে সেমি কন্ডাক্টর প্লান্ট। কলকাতায় সেমি কন্ডাক্টর ফ্র্যাব্রিকেশন প্লান্ট তৈরির ভাবনা রয়েছে। সেমি কন্ডাক্টর প্রযুক্তি নিয়ে কাজ করছে মার্কিন সংস্থা ‘গ্লোবাল ফাউন্ড্রিজ’। কলকাতার সেমি কন্ডাক্টর প্লান্ট তৈরির দায়িত্ব এই সংস্থাকেই দেওয়া হবে। প্লান্ট নাম হবে জিএফ কলকাতা পাওয়ার সেন্টার।

মোবাইল ফোন, ক্যামেরা, ল্যাপটপ, টিভি-বৈদ্যুতিন সামগ্রীতে থাকা চিপে সেমি কন্ডাক্টর ব্যবহার করা হয়। এটি পরিবাহী হিসেবে কাজ করে। জাপান, তাইওয়ান, আমেরিকার মতো হাতেগোনা কয়েকটি দেশেই তা তৈরি হয়। কলকাতায় প্লান্ট তৈরি হলে বিদেশ থেকে সেমি কন্ডাক্টর রপ্তানি কমবে।

গ্লোবাল ফাউন্ড্রিজ কলকাতার প্লান্ট নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছে। এই প্রকল্পের হাত ধরে বাংলায় কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলেও আশাবাদী বিশেষজ্ঞরা

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen