বাঙালির মুকুটে নয়া পালক, ‘ইন্ডিয়ান আইডল সিজন-১৫’ জয় বঙ্গতনয়া মানসীর

ইন্ডিয়ান আইডলের তিনজন বিচারক শ্রেয়া ঘোষাল, বাদশা, বিশাল দাদলানি প্রিয় হয়ে উঠেছেন নিমতার মেয়ে।

April 7, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রবিবার ‘ইন্ডিয়ান আইডল সিজন-১৫’-এ সেরার শিরোপা পেলেন বঙ্গতনয়া মানসী। তাঁর সাফল্যে গর্বিত রাজ্য তথা দেশবাসী। মা-বাবার ইচ্ছায় নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী ঘোষ, মাত্র চার বছর বয়সে গান শেখা শুরু করেন। পরিবারের পাশে দাঁড়াতে মানসী অগুনতি স্টেজ শো করেছেন। পড়াশোনাও চালিয়ে গিয়েছেন। দমদমের ক্রাইস্ট চার্চ হাই স্কুল থেকে পাশ করে ইংরেজি অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে স্নাতক হন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হন মানসী। ২০২৪ সালে জুন-জুলাই মাসে ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দেন।রবিবার মানসী ইন্ডিয়ান আইডলে প্রথম হন।

ইন্ডিয়ান আইডলের তিনজন বিচারক শ্রেয়া ঘোষাল, বাদশা, বিশাল দাদলানি প্রিয় হয়ে উঠেছেন নিমতার মেয়ে। ইতিমধ্যেই মানসী শানের সঙ্গে ললিত পণ্ডিতের সুরে ‘মন্নু কেয়া করেগা’ বলিউড সিনেমায় সে প্লে-ব্যাক করেছেন। এক বেসরকারি চ্যানেলের হয়ে মে থেকে ব্রিটেন, আমেরিকা ট্যুর শুরু হচ্ছে তাঁর। বাদশার সঙ্গে যৌথভাবে কাজ করার কথাও রয়েছে তাঁর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen