স্বাস্থ্যসাথীর নতুন প্যাকেজ রেটের প্রস্তাব জমা পড়ল
তার মধ্যে ৩০টির বেশি প্যাকেজের খরচ কিছুটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনওভাবেই বলা যাবে না, সব প্যাকেজে একই পরিমাণে রেট পুনর্মূল্যায়ণ করা হয়েছে।

সরকারের কাছে স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) নতুন প্যাকেজ রেটের প্রস্তাব জমা পড়েছে। তাতে অন্তত ৩০টি জনপ্রিয় প্যাকেজে কমবেশি ১০ শতাংশ রেট বেড়েছে। পুনর্মূল্যায়ণ হয়েছে সিসিইউ-এর খরচেরও। বর্তমানে এই নতুন রেটের প্রস্তাব জমা পড়েছে অর্থদপ্তরে।
স্বাস্থ্যদপ্তরের (Health Department) এক পদস্থ সূত্র বলেন, স্বাস্থ্যসাথীতে দু’হাজারের বেশি বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে। তার মধ্যে একশোটিরও বেশি প্যাকেজ অত্যন্ত জনপ্রিয় এবং হাসপাতালে ভর্তি হলে মানুষ ঘনঘন ব্যবহার করেন।
তার মধ্যে ৩০টির বেশি প্যাকেজের খরচ কিছুটা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনওভাবেই বলা যাবে না, সব প্যাকেজে একই পরিমাণে রেট পুনর্মূল্যায়ণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় একথা জানিয়ে স্বাস্থ্য অধিকর্তা ডাঃ অজয় চক্রবর্তী বলেন, আমরা প্রস্তাব অনুমোদনের জন্য অর্থদপ্তরে পাঠিয়েছি।