Vice President Election-এ নয়া মোড়, BRS–BJD’র বয়কটে কি পাল্টে যাবে রাজনৈতিক অঙ্ক?

উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনীতির সমীকরণ আরও কঠিন হয়ে উঠল। সোমবার ঘোষণায় জানা গেল, ভোটাভুটির দিন মঙ্গলবার অনুপস্থিত থাকবে বিআরএস এবং বিজেডি

September 8, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৭:৪২: উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে রাজনীতির সমীকরণ আরও কঠিন হয়ে উঠল। দু’পক্ষের মধ্যে বদলাচ্ছে নিত্য-নতুন কৌশল। শুরু থেকেই পরিষ্কার হয়ে গিয়েছিল, এবারের লড়াই এতটা সহজ হবে না। সংসদের দুই কক্ষেই শক্তি কমেছে কেন্দ্রীয় শাসক দলের। অন্যদিকে বিরোধীরা এবার অনেক বেশি সংগঠিত হয়ে নামছে ময়দানে।

এই পরিস্থিতিতে নজর ঘুরেছে ‘তৃতীয় শক্তি’র দিকে। এনডিএ (NDA) বা ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের বাইরে থাকা তিন বড় আঞ্চলিক দল-অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস (YSR Congress), তেলেঙ্গানার ভারত রাষ্ট্র সমিতি (Bharat Rashtra Samithi -BRS) এবং ওড়িশার বিজু জনতা দল (Biju Janata Dal -BJD)-নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াইএসআর কংগ্রেস আগেই এনডিএকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু সোমবার ঘোষণায় জানা গেল, ভোটাভুটির দিন মঙ্গলবার অনুপস্থিত থাকবে বিআরএস (BRS) এবং বিজেডি (BJD)।

তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের (K. Chandrashekar Rao) ছেলে এবং বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও (K. T. Rama Rao) জানিয়েছেন, ‘‘তেলেঙ্গানায় ইউরিয়ার ঘাটতির কারণে কৃষকরা সমস্যায় পড়েছেন। তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে আমাদের দল ভোট থেকে বিরত থাকবে। উপরাষ্ট্রপতি নির্বাচনে (Vice President Election) নোটা (NOTA) থাকলে আমরা সেই বিকল্পই বেছে নিতাম।’’

অন্যদিকে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের ঘনিষ্ঠ এবং বিজেডির সাংসদ সস্মিত পাত্র বলেন, ‘‘আমরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া-দু’টি জোটের সঙ্গেই সমদূরত্ব বজায় রাখতে চাই। আমাদের প্রধান লক্ষ্য ওড়িশার সাড়ে চার কোটি মানুষের উন্নয়ন।’’

উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনের শুরুতেই পদত্যাগ করেছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য মঙ্গলবার ভোট হচ্ছে। পাঁচ বছরের পূর্ণ মেয়াদ দায়িত্বে থাকবেন বিজয়ী প্রার্থী। লড়াই হচ্ছে এনডিএ সমর্থিত সিপি রাধাকৃষ্ণন (C. P. Radhakrishnan) এবং বিরোধী শিবিরের সমর্থিত অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডির (B. Sudershan Reddy) মধ্যে।

নিয়ম অনুযায়ী, লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ভোট দেবেন। প্রথম পছন্দের ভোট সমান হলে গোনা হবে দ্বিতীয় পছন্দ। রাজনৈতিক মহলের মতে, বিআরএস (BRS) এবং বিজেডির (BJD) অনুপস্থিতিতে পাল্টে যেতে পারে রাজনৈতিক অঙ্ক। সংসদীয় পাটিগণিত অনুযায়ী এনডিএ প্রার্থী রাধাকৃষ্ণনের পথ কার্যত মসৃণ হল না। ফলে শেষ মুহূর্তে কৌশল, জোট ও পাল্টা পদক্ষেপ – সব মিলিয়ে যেন থেকে গেল উপরাষ্ট্রপতি নির্বাচন লড়াইয়ের এক রুদ্ধশ্বাস রাজনৈতিক থ্রিলার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen