ইউক্রেনে আতঙ্কের মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা! ভাইরাল এক জুটির বিদায়-মুহূর্তের ছবি

ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। আর তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা!

February 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি: এএফপি

ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ। রাজধানী কিভ যেন এক সন্ত্রস্ত শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছেন শহরের মেট্রো স্টেশনে। সেই আতঙ্কের ছবি দেখছেন সারা বিশ্বের মানুষ। আর তারই মাঝে জ্বলজ্বল করছে ভালবাসা!

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝে ফেসবুকে হঠাৎ ভাইরাল হয়ে গিয়েছে এক জুটির বিদায়-মুহূর্তের ছবি। দু’জনে দু’জনের দিকে নিষ্পলক ভাবে তাকিয়ে রয়েছেন। সেই দৃষ্টিতে লুকিয়ে রয়েছে কত না বলা প্রতিশ্রুতি। সম্ভবত সেই আবেগে ভেসেই এই ছবি ছেয়ে গিয়েছে ফেসবুকে। এবং সঙ্গে ঘুরছে চার লাইনের আবেগঘন ক্যাপশনও।

‘আমাদের ফের কবে দেখা হবে?

যুদ্ধ শেষের বছর খানেক পর…

যুদ্ধ কবে শেষ হবে?

যবে ফের আমাদের দেখা হবে…

এই ছবিটি আদতে এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার তোলা। যদিও নেটমাধ্যমে ছেয়ে যাওয়া ছবিটির সত্যতা যাচাই করেনি দৃষ্টিভঙ্গি। ছবির ক্যাপশন কবি মাহমুদ দারউয়িশের কবিতার কিছু লাইন। রাশিয়া-ইউক্রেনের রাজনৈতিক সঙ্ঘাতের জেনে যে নৃশংসতার ছবি চারদিকে ছেয়ে গিয়েছে, তার মাঝে এই ভালবাসার ছবি যেন মানবতার একমাত্র আশার আলো। তাই দ্রুত ছবিটি ছেয়ে গিয়েছে নেটমাধ্যমে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen