কুস্তিগিরদের পুলিশি হেনস্থার প্রতিবাদে পথে ক্রীড়াবিদরা, সঙ্গে মমতাও
আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনে দক্ষিণ কলকাতায় মিছিল শুরু, আছেন ক্রীড়াবিদরাও

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আন্দোলনকারী কুস্তিগিরদের সমর্থনে বাংলার ক্রীড়াবিদরা পথে নেমেছেন, সঙ্গে থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । হাজরা থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত হাঁটছেন তাঁরা। দিল্লির কুস্তিগীরদের আন্দোলনের সমর্থনে হাজরা মোড় থেকে এই মিছিল। বাংলার গোটা ক্রীড়ামহল এই মিছিলে পা মিলিয়ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা We Want Justice।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আজকের একটা লজ্জার দিন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তা সত্ত্বেও কালপ্রিটকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। আজকের বাংলার ফুটবল খেলোয়াররা, ক্রিকেট খেলোয়াররা, বিভিন্ন ক্রীড়াবিদরা যারা এই আন্দোলনে অংশ গ্রহন করেছেন তাদের সকলকে ধন্যবাদ।” তিনি আরও বলেন যে, অভিযুক্তদের গ্রেপ্তার দাবিতে আন্দোলন চলবে। আমরা আমাদের কুস্তিগীরদের জন্য গর্বিত। কুস্তিগিরদের সমর্থনে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টেয় গোষ্ঠ পালের মূর্তির সামনে মোমবাতি জ্বালানো হবে।