হিন্দি সাহিত্য জগতে নক্ষত্রপতন, প্রয়াত জ্ঞানপীঠ পুরস্কারজয়ী সাহিত্যিক বিনোদ কুমার শুক্ল

December 23, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩৬:  হিন্দি সাহিত্য জগতে নেমে এল গভীর শোকের ছায়া। প্রয়াত হলেন বিশিষ্ট হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্ল (Vinod Kumar Shukla)। মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের রায়পুরের এইমস (AIIMS) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টে ৫৮ মিনিট নাগাদ তাঁর জীবনাবসান হয়। রায়পুর এইমস-এর জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শেষ দিকে তাঁর শরীরে একাধিক অঙ্গে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং অঙ্গহানির (multiple organ failure) কারণেই এই বরেণ্য সাহিত্যিকের মৃত্যু হয়েছে।

বিনোদ কুমার শুক্লের প্রয়াণ ভারতীয় সাহিত্যে এক অপূরণীয় ক্ষতি। তাঁর লেখনীতে সাধারণ মানুষের জীবন এবং বাস্তবতার (Realism) এক অনন্য মেলবন্ধন দেখা যেত। ‘জ্ঞানপীঠ পুরস্কার’-এ সম্মানিত এই সাহিত্যিক তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য কালজয়ী উপন্যাস এবং কবিতা উপহার দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সাহিত্য ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen