শিশুকন্যা অপহরণের দায়ে গ্রেপ্তার এক অধ্যাপিকা সহ তাঁর বামপন্থী আন্দোলন কর্মী মেয়ে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: গত ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছ থেকে পাঁচ বছরের এক বালিকা নিখোঁজ হয়ে যায়। অভিযোগ দায়ের করা হয় সিঁথি থানায়। তদন্তে নামে পুলিশ। সোমবার ভোরে কসবা থেকে উদ্ধার করা হয় ওই শিশুকে। শিশুকন্যাকে অপহরণের অভিযোগে কসবা থেকে গ্রেপ্তার করা হয় এক শিক্ষিকা এবং তাঁর মেয়ে সহ তিন জনকে। জানা গিয়েছে, ধৃতদের নাম অরুণিমা চন্দ, তাঁর মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভ চন্দ চৌধুরী। অনুষ্কা চন্দ চৌধুরী প্রথম সারির বামপন্থী আন্দোলন কর্মী। বামপন্থী বইয়ের স্টলে বসা থেকে শ্রমজীবী ক্যান্টিন সবেতেই দেখা গিয়েছে তাঁকে।
বিশ্বকর্মা পুজোর দিন দমদম স্টেশনের কাছ থেকে নিখোঁজ হয়ে যায় পাঁচ বছরের এক বালিকা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিঁথি থানার পুলিশ। আজ ভোরে কসবা থেকে উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। এক অধ্যাপিকা সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃতদের নাম অরুণিমা চন্দ, তাঁর মেয়ে অনুষ্কা চন্দ চৌধুরী এবং ভাই অনুপভ চন্দ চৌধুরী। ৫২ বছরের অরুণিমা, এক কলেজের সহকারী অধ্যাপিকা। তাঁর মেয়ে অনুষ্কার বয়স ২০ বছর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনার দিন ফুটপাত থেকে তিনি ওই নাবালিকাকে তুলে গিয়েছিলেন।
অভিযোগ পেয়ে পুলিশ, এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজনদের চিহ্নিত করে। তল্লাশির পর শেষটায় সোমবার ভোরে কসবা থেকে তিনজনকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। ঘটনার তদন্ত চলছে। অপহরণের কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় সরব হয়েছেন কলকাতা পুরসভা কাউন্সিলর তথা তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী।