Weather Update: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতে সাময়িক বিরতি, নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৩০: নতুন বছরের শুরুতে হাড়কাঁপানো ঠান্ডার যে স্বাদ পেয়েছিল কলকাতা, তা আপাতত কিছুটা ম্লান। কয়েক দিন আগেও শহরের পারদ নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। কিন্তু শনিবার থেকে সেই চিত্র বদলাতে শুরু করেছে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই শীতের দাপট কিছুটা কমেছে। তবে প্রশ্ন একটাই—এই উষ্ণতার বিরতি কতদিন?
আলিপুর আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই আপাতত তাপমাত্রা বেড়েছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে এই পরিস্থিতি স্থায়ী নয়। মঙ্গলবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কমলে ফের উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নামতে শুরু করবে।
দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত উষ্ণতার প্রবণতা বজায় থাকলেও মঙ্গলবার থেকে দুই থেকে তিন ডিগ্রি করে পারদ কমার পূর্বাভাস রয়েছে। বুধবার-বৃহস্পতিবার নাগাদ শীত ফের জাঁকিয়ে বসতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া-সহ একাধিক জেলায় কুয়াশার প্রভাব থাকবে।
উত্তরবঙ্গে শীতের প্রভাব আরও স্পষ্ট। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের আশঙ্কাও। আগামী সপ্তাহে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
সব মিলিয়ে, সাময়িক উষ্ণতার পর নতুন সপ্তাহেই ফের শীতের প্রত্যাবর্তনের ইঙ্গিত স্পষ্ট বাংলার আবহাওয়ায়।