উত্তেজনার বশে জোরে জোরে হস্তমৈথূন করতে গিয়ে বিপত্তি, ভয়ঙ্কর পরিণতি এক যুবকের

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধূমপানের চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধূমপানের ফলে এই রোগ হতে পারে। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে, তা পাঁজরে আটকে যায়। এরপর সেই বাতাস পুরো শরীরে ছড়িয়ে যায়। অ্যাজমা থাকলেও এই রোগ হতে পারে।  

April 17, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিছানায় শুয়ে হস্তমৈথুন (masturbating) করছিলেন। হঠাৎ উত্তেজনা বেড়ে যাওয়ায়, সর্বশক্তি দিয়ে স্বমেহন (masturbating) শুরু করেন বছর ২০-র ওই যুবক। এরপরই ঘটল ‘চরম’ বিপদ। প্রচণ্ড অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউ-তে চারদিন কাটালেন তিনি।

ঘটনাটি ঘটেছে সুইজারল্যান্ডে। জানা গিয়েছে, উত্তেজনার বশে ওই যুবক জোরে জোরে হস্তমৈথুন (masturbating) করায় হঠাৎ করে তাঁর শ্বাস নিতে সমস্য়া হতে থাকে। তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের অবস্থা দেখে একটুও সময় নষ্ট করেননি চিকিৎসকরা। পরীক্ষা করে জানা যায়, উত্তেজনার কারণে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাক্তারির ভাষায় যাকে বলে ‘স্পন্টেনিয়াস নিউমোমেডিয়াস্টিনাম’ (spontaneous pneumomediastinum)।     

কী এই ‘স্পন্টেনিয়াস নিউমোমেডিয়াস্টিনাম’ (spontaneous pneumomediastinum)?

চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধূমপানের ফলে এই রোগ হতে পারে। ফুসফুস থেকে বাতাস বেরিয়ে, তা পাঁজরে আটকে যায়। এরপর সেই বাতাস পুরো শরীরে ছড়িয়ে যায়। অ্যাজমা থাকলেও এই রোগ হতে পারে।  

জানা গিয়েছে, ‘স্পন্টেনিয়াস নিউমোমেডিয়াস্টিনাম’ (spontaneous pneumomediastinum)-এ আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালের আইসিইউ-তে কাটান যুবক। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen