মমতার দেখানো পথেই পঞ্জাবে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ঘোষণা আপের

আজ কেজরীওয়াল বলেছেন, ‘‘ভগবন্ত মান ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। গোটা দেশেই এর প্রভাব পড়বে। গত চার বছর ধরে দিল্লিতে এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করছি।”

March 29, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi
ফাইল চিত্র।

দিল্লিতে পরিকল্পনা সত্ত্বেও সফল ভাবে কার্যকর করা যায়নি। তবে আম আদমি পার্টি (আপ) শাসিত আর এক রাজ্য পঞ্জাবে চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প। আজ পঞ্জাবের নয়া মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এই প্রকল্পের ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের অফিসারের সাধারণ মানুষের কাছে জেনে নেবেন, কোন সময়ে তাঁদের ঘরে রেশন পৌঁছে দিলে সুবিধা হয়। সেই সময় অনুযায়ী রেশন পৌঁছে দেওয়া হবে। তবে এই প্রকল্প উপভোক্তা গ্রহণ করবেন কি না, তা তাঁর ইচ্ছাধীন।

আজ কেজরীওয়াল বলেছেন, ‘‘ভগবন্ত মান ঘরে ঘরে রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। গোটা দেশেই এর প্রভাব পড়বে। গত চার বছর ধরে দিল্লিতে এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা করছি।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen