দিল্লির ধাক্কা সামলে পঞ্জাবে ‘আপ’ ঝড়, তলানিতে বিজেপি

December 18, 2025 | < 1 min read
Published by: Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২১:৩৫: দিল্লি বিধানসভা ভোটে (Delhi Assembly elections) বিজেপির কাছে বড়সড় হারের পর আম আদমি পার্টির (AAP) ভবিষ্যৎ এবং রাজনৈতিক প্রাসঙ্গিকতা নিয়ে যখন প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল, ঠিক তখনই পঞ্জাবের মাটি থেকে ভেসে এল স্বস্তির খবর। পঞ্জাবের জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে কার্যত ঝড় তুলল অরবিন্দ কেজরিওয়ালের দল। বৃহস্পতিবার স্থানীয় নির্বাচনের ফল ঘোষণা শুরু হতেই দেখা যায়, বিরোধীদের বহু পিছনে ফেলে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে আপ।

গত ১৪ ডিসেম্বর পঞ্জাবে পঞ্চায়েত নির্বাচন (Punjab Panchayat elections) অনুষ্ঠিত হয়েছিল। ব্যালট পেপারে ভোট হওয়ার কারণে গণনা প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত যে ফলাফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ২২টি জেলা পরিষদের ৩৪৭টি জোনের মধ্যে ২০১টিতেই জয়ী হয়েছে আম আদমি পার্টি। তুলনায় বহু পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress), তাদের ঝুলিতে গিয়েছে মাত্র ৬০টি আসন। একসময়ে পঞ্জাবের প্রধান শক্তি শিরোমণি আকালি দল ৩৯টি আসনে জিতে তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, জাতীয় রাজনীতিতে দাপট দেখালেও পঞ্জাবের গ্রামীণ ভোটে তলানিতে বিজেপি (BJP)। তারা পেয়েছে মাত্র ৪টি আসন। এছাড়া বিএসপি ৩টি এবং নির্দল প্রার্থীরা ১০টি আসনে জয়লাভ করেছে।

শুধুমাত্র জেলা পরিষদই নয়, ১৫৩টি পঞ্চায়েত সমিতির ২৮৩৮টি জোনেও বিপুল জনসমর্থন পেয়েছে আপ। সেখানেও ফলাফলে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে রয়েছে তারা।

দিল্লির ভরাডুবির পর পঞ্জাবের এই জয় আপের কাছে ‘অক্সিজেন’-এর মতো কাজ করেছে। দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এই ফলাফল প্রসঙ্গে বলেন, “পঞ্জাবের গ্রামীণ এলাকার মানুষ আমাদের সরকারের কাজের প্রতি আস্থা রেখেছেন। উন্নয়নের পক্ষেই তাঁরা ঢেলে ভোট দিয়েছেন।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen