Aarti Sathe: বম্বে হাইকোর্টের বিচারক হচ্ছেন বিজেপি নেত্রী? পরিচয় ঘিরে ধোঁয়াশা

সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court collegium) বম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারক পদে আরতি সাথেকে নিয়োগের সুপারিশ করেছে।

July 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
Aarti Sathe: BJP leader to be made Bombay High Court judge? Confusion surrounding identity
BJP leader Aarti Sathe to be made Bombay High Court judge?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৬:১০: সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court collegium) বম্বে হাইকোর্টের (Bombay High Court) বিচারক পদে আরতি সাথেকে (Aarti Sathe) নিয়োগের সুপারিশ করেছে।

তবে এই নিয়োগ নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ আরতির বাবা অরুণ সাথে (Arun Sathe) বিজেপির প্রাক্তন জাতীয় কার্যনির্বাহী সদস্য। এই যোগাযোগ নিয়ে প্রশ্ন তুলে X হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের (TMC) জাতীয় মুখপাত্র ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)।

যদি প্রমাণিত হয় যে এই আরতি সাথেই বিজেপি নেতার কন্যা, তাহলে এই নিয়োগ নীতিগতভাবে কতটা যৌক্তিক, তা নিয়ে বিতর্ক শুরু হতে পারে। আইনজীবী থেকে বিচারক হওয়ার পথে রাজনৈতিক যোগাযোগ কতটা প্রভাব ফেলে, তা নিয়ে বারে-বারে প্রশ্ন উঠেছে।

আরতি সাথে নিজের লিঙ্কডইন (LinkedIn) হ্যান্ডেলে দু’বছর আগে পোস্ট করে জানিয়েছিলেন যে তিনি মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র হিসেবে নিযুক্ত হয়েছেন। প্রশ্ন উঠছে, তাহলে কী দলের বদান্যতাতেই তিনি এই পদ পেলেন?

এখন দেখার, কলেজিয়ামের এই সুপারিশ চূড়ান্তভাবে গৃহীত হয় কী না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen