এ বি ডি ভিলিয়ার্স ফের আরসিবিতে? নিজেই বললেন সেই কথা!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৩৭: আরসিবি(RCB)ভক্তদের জন্য বড় খবর,দক্ষিণ আফ্রিকার(South Africa)কিংবদন্তি ক্রিকেটার ও প্রাক্তন আরসিবি তারকা এ বি ডি ভিলিয়ার্স(Ab De Villiers) আবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ফিরতে পারেন। তবে এবার ব্যাট হাতে নয়, বরং কোচ বা মেন্টরের ভূমিকায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ডি ভিলিয়ার্স জানিয়েছেন, তিনি খেলোয়াড় হিসেবে আর আইপিএলে নামার কথা ভাবছেন না। তবে ফ্র্যাঞ্চাইজি যদি তার জন্য কোনও কোচিংয়ের সুযোগ তৈরি করে, তাহলে ভবিষ্যতে তিনি সেই ভূমিকা নিতে আগ্রহী। ভিলিয়ার্সের বলেন,“আমি আর আইপিএলের প্লেয়ার হিসেবে থাকতে পারব না। তবে ভবিষ্যতে আইপিএলে অন্য ভূমিকায় আমাকে দেখা যেতে পারে। আমার হৃদয় সবসময় আরসিবির সঙ্গে বাঁধা। সঠিক সময় এলে এবং যদি ফ্র্যাঞ্চাইজি চায়, তবে অবশ্যই আরসিবিতেই ফিরব।”
২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস ছেড়ে আরসিবিতে যোগ দেন ডি ভিলিয়ার্স। সেখান থেকেই শুরু হয় তার ও বিরাট কোহলির দুর্দান্ত পার্টনারশিপের গল্প। যদিও কখনও শিরোপা জিততে পারেননি, তবে ১১টি মরশুম আরসিবির হয়ে ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করে ভক্তদের মনে চিরস্থায়ী আসন গড়েছেন এই ‘মিস্টার ৩৬০’।
২০২১ সালে আইপিএল থেকে অবসর নেন তিনি। এরপর ২০২২ সালে ক্রিস গেইলের সঙ্গে একসঙ্গে তাকে আরসিবি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়। আজও বেঙ্গালুরুর দর্শকরা তাকে দেখলে ‘এবি…এবি…’ স্লোগান তুলে গ্যালারিতে গর্জন তোলেন।
আরসিবি বর্তমানে অ্যান্ডি ফ্লাওয়ারের কোচিংয়ে খেলছে। তবে ডি ভিলিয়ার্স যোগ দিলে দলের সঙ্গে নতুন মাত্রা যুক্ত হবে বলেই মনে করছে ক্রিকেট মহল। ভক্তরাও আশা করছেন, প্রিয় ‘এবি’ আবার ফিরবেন, যদিও এবার হাতে ব্যাট নয়, কোচিং এর দায়িত্বে।