জামাই ষষ্ঠীতে দেখে আসুন তিন জামাইয়ের “আবার বিবাহ অভিযান”

দুপুরে পেটপুরে খেয়েদেয়ে কি করবেন ভাবছেন?

May 24, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
তিন জামাইয়ের “আবার বিবাহ অভিযান”

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জামাই ষষ্ঠী মানেই ভুঁড়িভোজ। হিমসাগর আম, লিচু, কাঠাল, জাম, গোলাপজামের সম্ভার – জামাই আদরে কোনভাবেই খামতি রাখেন না কোনও শাশুড়িরা। দুপুরে পেটপুরে খেয়েদেয়ে কি করবেন ভাবছেন? জামাই ষষ্ঠী উপলক্ষ্যে টিভিতে জামাই আর শ্বশুরবাড়ির রসায়ন নিয়ে পুরোনো সিনেমা দেখায় প্রত্যেক বছর। মজার সিনেমা হলেও প্রত্যেক বছর পুরোনো সিনেমা দেখতে মন না চাইতেই পারে। কোনও চিন্তা নেই।

২৫শে মে অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন মুক্তি পাচ্ছে “আবার বিবাহ অভিযান” সিনেমা। SVF প্রযোজিত ‘আবার বিবাহ অভিযান’ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ গুঞ্জন তৈরি করেছে। এই সিনেমার পরিচালক সৌমিক হালদার। অভিনয় করছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, নুসরত ফারিয়া, সোহিনী সরকার এবং প্রিয়ঙ্কা সরকার,সৌরভ দাস। সঙ্গীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলি।

২০১৯ সালে এই সিনেমার প্রথম পার্ট মুক্তি পেয়েছিল যার নাম ছিল বিবাহ অভিযান। বিবাহ অভিযানের চূড়ান্ত সাফল্যের পর এবার আসছে “আবার বিবাহ অভিযান”। তাহলে আর দেরি না করে নিকট প্রেক্ষাগৃহে আগামীকালই দেখে আসুন “আবার বিবাহ অভিযান”।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen