এবার কোন্দল প্রদেশ কংগ্রেসে, অধীরের বিরুদ্ধে খাড়গেকে নালিশ মান্নানদের

গতকাল সন্ধ্যায় খাড়গের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল।

June 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
এবার কোন্দল প্রদেশ কংগ্রেসে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার কোন্দল প্রদেশে কংগ্রেসে। আগামী ১২ তারিখ বিজেপি বিরোধী মহাজোটের বৈঠক হওয়ার কথা রয়েছে পাঠানায়। খোদ মমতা জানিয়েছেন বিজেপির সঙ্গে লড়াইয়ে তিনি কংগ্রেসের পাশেই আছেন। কিন্তু প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী রাজ্যের প্রেক্ষিতে এমন মন্তব্য করছেন যা মহাজোটের পরিপন্থী। এই আবহে অধীর চৌধুরীর বিরুদ্ধে নালিশ জানাতে মল্লিকার্জুন খাড়গের কাছে দরবার করলেন প্রদীপ ভট্টাচার্য ও আবদুল মান্নানরা।

গতকাল সন্ধ্যায় খাড়গের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধিদল। তাঁদের অভিযোগ, একবছর পর লোকসভা নির্বাচন। কিন্তু নিজের কেন্দ্র বহরমপুর বাদ দিয়ে রাজ্যের সংগঠন নিয়ে কোনও পদক্ষেপ করছেন না অধীর। অন্যদিকে, সাগরদিঘির বিয়াধক সাফ বলেন, অধীর চৌধুরীর কারণেই তিনি কংগ্রেস ছেড়েছেন, সব মিলিয়ে অধীরের বিরুদ্ধে অভিযোগ করেন মান্নানরা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen