অবশেষে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা BJP-র! পদ্মের টিকিটে লড়বেন অভিজিৎ দাস(ববি)

ডায়মন্ড হারবারে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি।

April 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ডায়মন্ড হারবারে অবশেষে প্রার্থী ঘোষণা করল বিজেপি। গেরুয়া শিবির থেকে প্রার্থীপদ পাওয়া অভিজিৎ দাশ (ববি) অবশ্য নতুন মুখ নন। নবদ্বীপ জোনের প্রাক্তন জোন কো-অবজারভার অভিজিৎ বিজেপি প্রার্থী ছিলেন ২০০৯ এবং ২০১৪ সালের লোকসভা নির্বাচনে, ডায়মন্ড হারবার থেকে।

তিনি এখন PAC-র (যাত্রী সুবিধা কমিটি), রেলওয়ে বোর্ড, রেলপথ মন্ত্রণালয়, ভারত সরকার, সদস্য। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন জেলা প্রচার প্রমুখ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে M.Sc(Cal), B.Lib.Sc(Cal), LLB অধ্যয়ন করেছেন।

সঙ্ঘের কর্মী অভিজিৎ দলে দিলীপ ঘনিষ্ঠ বলেই পরিচিত। উল্লেখ্য, এর আগে ২০০৯ এবং ২০১৪ সালে বিজেপির টিকিটে লড়েছিলেন ববি। ২০১৪ সালে ডায়মন্ড হারবারে প্রার্থী হয়েছিলেন ববি। সেবার তৃতীয় স্থানে লড়াই শেষ করেছিলেন তিনি। এখানেই প্রশ্ন, অভিষেক গড়ে কি আর প্রার্থী পেল না বিজেপি? দশ বছর আগে হেরে যাওয়া একজনকে ফের প্রার্থী করতে হল?

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen