দার্জিলিংয়ের দুর্যোগে প্রত্যেক তৃণমূল কর্মীকে উদ্ধারকার্যে নামতে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

October 5, 2025 | < 1 min read
Published by: Raj

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫.০৫: দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির একাধিক এলাকায় প্রবল বৃষ্টি ও ধসে ব্যাপক ক্ষয়ক্ষতিতে শোকপ্রকাশ করলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স-এ তিনি লিখেছেন, “দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে লাগাতার বর্ষণ ও ধসের জেরে যে প্রাণহানি ও বিপর্যয় ঘটেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত। বিশেষ করে মিরিক, জোরবাংলো, সুখিয়াপোখরি এবং ফালাকাটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

 

অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকজ্ঞাপন করে বলেন, “সদস্য হারানো পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা একযোগে ত্রাণ ও উদ্ধারকাজে নেমেছেন।”

তিনি আরও জানান, এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। তাঁর বার্তা, “প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মী ও স্বেচ্ছাসেবককে অনুরোধ করছি মানবিকতা ও দায়িত্ববোধ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান। আমরা একসঙ্গে, মা দুর্গার আশীর্বাদে, এই বিপর্যয় কাটিয়ে উঠবো।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen