বিষ্ণুপুরের মঞ্চ থেকে বিরোধীদের নিশানা অভিষেকের, দেখুন ভিডিও

বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কেও আক্রমণ করেন অভিষেক, বলেন, “মণিপুরে হিংসায় একজন জওয়ান মারা গিয়েছে, একবারের জন্যেও তাঁর বাড়ি অবধি যায়নি সৌমিত্র খাঁ! যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সহধর্মিনীকে অপমান করে, সে কোনওদিন নারীদের উন্নয়ন করতে পারে?”

May 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মন্ডলের সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, “আপনারা সুজাতাকে জেতান যতদিন বাঁকুড়া-বিষ্ণুপুরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি থাকবে ততদিন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার বুক দিয়ে আগলে রাখবো। কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে পারবে না।” পরিসংখ্যান দিয়ে তিনি জানান বাঁকুড়ায় লক্ষ্মীর ভাণ্ডারের জন্য ছ’শো কোটি টাকা খরচ করে রাজ্য।

বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-কেও আক্রমণ করেন অভিষেক, বলেন, “মণিপুরে হিংসায় একজন জওয়ান মারা গিয়েছে, একবারের জন্যেও তাঁর বাড়ি অবধি যায়নি সৌমিত্র খাঁ! যে নিজের স্ত্রীর হাত ছেড়ে দেয়, সহধর্মিনীকে অপমান করে, সে কোনওদিন নারীদের উন্নয়ন করতে পারে?”

সন্দেশখালি নিয়ে এদিনও সরব হন অভিষেক, বলেন; মহিলারা প্রকাশ্যে এসে জানিয়েছেন, তাঁদের সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছিল। মহিলাদের সাদা কাগজে সই করানোর সময়, তাঁদের একশো দিনের কাজের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

অভিষেকের কথায়, “সন্দেশখালিতে সাদা কাগজ দিয়ে বলেছিল সই করে দাও। ওঁদের কী বলা হয়েছিল জানেন? বলেছিল সাদা কাগজে সই করলে একশো দিনের টাকা পাবেন। মায়েরা চোখ বন্ধ করে সই করে দিয়েছিল। সেখান বিজেপি মণ্ডল সভাপতিরা ধর্ষণের অভিযোগ লিখিয়ে নিয়েছে।”

সৌমিত্রকে চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “প্রধানমন্ত্রী সভা করতে আসছেন। আমাকে ওই সভায় আমন্ত্রণ জানাক। একদিকে, আমি থাকবো, একদিকে ওঁর প্রার্থী থাকবেন। গত ১০ বছরে বাঁকুড়া-বিষ্ণুপুরের জন্য কী করেছেন উনি তুলে ধরুন। আমরাও আমাদের উন্নয়নের খতিয়ান ওই সভায় তুলে ধরবো।” তিনি আরও বলেন, “সৌমিত্র খাঁ চেয়েছিল, বাংলা থেকে বাঁকুড়াকে ভাগ করা হোক! যাঁরা বাংলা ভাগের চক্রান্ত করেছিল, প্রধানমন্ত্রী তাঁকেই কেন প্রার্থী করলেন?”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen