তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেকই

তৃণমূলের কোষাধ্যক্ষ হচ্ছেন অরূপ বিশ্বাস।

February 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

জল্পনার অবসান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের নতুন কার্যকরী কমিটির বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেককেই বেছে নিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই দাবি তৃণমূলের সূত্রের। এর পাশাপাশি দলের নতুন সহ-সভাপতি হিসাবে তিনজনের নাম চূড়ান্ত করেছেন দলনেত্রী। এরা হলেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সী।

তৃণমূলের কোষাধ্যক্ষ হচ্ছেন অরূপ বিশ্বাস। এছাড়াও সমন্বয়কারী হিসাবে ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। দলের আর্থিক নীতি নির্ধারণ করবেন অমিত মিত্র এবং যশবন্ত সিনহা-সহ কয়েকজন। এদিন তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে দলের জাতীয় মুখপাত্র হচ্ছেন সুখেন্দুশেখর রায়। রাজ্যসভার মুখপাত্রও হচ্ছেন সুখেন্দুবাবু। তাৎপর্যপূর্ণভাবে লোকসভায় দলের মুখপাত্র হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার। উত্তরপূর্বের রাজ্যেগুলিতে দলের সংগঠন দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে সুস্মিতা দেবকে। এদিনের বৈঠকে ভিনরাজ্য থেকেও নেতারা এসেছিলেন। ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা, উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এরাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen