‘২৬-এ জয় বাংলা বলাব’, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে BJP-কে কড়া চ্যালেঞ্জ অভিষেকের

July 21, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi
Abhishek Banerjee challenges BJP from 21st July stage
Abhishek Banerjee challenges BJP from 21st July stage

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:২৬: ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক (Abhishek Banerjee)। ভাষণের শুরু থেকেই কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে একের পর এক ইস্যুতে নিশানা করেন তিনি। ভোট, প্রশাসনিক নিয়ন্ত্রণ, ভাষা-আক্রমণ ও ধর্মীয় রাজনীতি, সব কিছুর বিরুদ্ধেই গর্জে উঠলেন তৃণমূল সাংসদ।

বক্তব্যে অভিষেক স্মরণ করান ১৬-১৭ মাস আগে ব্রিগেড সমাবেশের কথা, যেখানে তিনি বলেছিলেন, “জনতার গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।” তাঁর কথায়, “সেই স্লোগান কেবল রাজনৈতিক বার্তা নয়, তা ছিল বিজেপির চরিত্র উন্মোচনের এক রূপরেখা।” তিনি আরও বলেন, “বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, মাঠে হারতে বসে গরিব মানুষকে মারার ষড়যন্ত্র করে, প্রকল্পের টাকা আটকে রাখে। বাংলার সঙ্গে এদের কোনও সম্পর্ক নেই, ওরা বাংলাবিরোধী।”

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) “বাংলায় কথা বললে বাংলাদেশি” মন্তব্যের জবাবে অভিষেক বলেন, “অসমের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কথা বললে তাঁরা বাংলাদেশি। আমি বলছি, ১০০ বার বাংলায় কথা বলুন। গর্ব করে বলুন আপনি বাঙালি। এবার থেকে সাংসদেও বাংলায় কথা বলব। আগে ১০ বার বললে এবার থেকে ৫০০ বার বলব। আমরা বাংলার সন্তান।” এখানেই তিনি থামেননি। তাঁর সংযোজন, “বিজেপি (BJP) বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে চায়, কিন্তু ২০২৬-এর ভোটের পর বিজেপিকেই সেই ক্যাম্পে পাঠানো হবে।”

২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে আবারও ২০২৬ সালের বিধানসভা ভোটকে (2026 West Bengal Legislative Assembly election) ঘিরে প্রস্তুতির ডাক দেন অভিষেক। বলেন, “২০২৪ সালে ব্রিগেড ভরিয়ে দিয়েছিল তৃণমূল। ১৭ মাস আগেই আমরা বলেছিলাম, ২০২৬-এর জন্য প্রস্তুত হোন। বিজেপির কাছে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই – সব আছে, তবু বাংলায় পায়ের তলায় জমি নেই।” তিনি দাবি করেন, “তৃণমূলের মতো মাটির কর্মী বিজেপির কাছে নেই। আবাস যোজনার টাকা আটকে রেখে গরিবকে শাস্তি দিতে গিয়েছিল বিজেপি, যার প্রতিফলন দেখা গিয়েছে ২০২৪-এর ভোটে।”

নির্বাচন কমিশনের ভোটার তালিকা ও বাংলা ভাষা (Bengali Language) সংক্রান্ত নতুন নির্দেশিকা নিয়েও সরব হন অভিষেক। জানান, “আমরা চুপ করে থাকব না। দরকার হলে তৃণমূল কর্মীদের নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করব, যেমন ১০০ দিনের কাজের টাকার জন্য করেছিলাম।”

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) দুর্গাপুরের সভায় ‘মা দুর্গা, মা কালী’-র নাম উচ্চারণ প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আগে শুধু জয় শ্রী রাম বলত, এখন মা দুর্গা, মা কালী বলছে। ছাব্বিশের পর বিজেপিকে দিয়ে জয় বাংলা বলাব।” সেই সঙ্গে কর্মীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন তিনি, “আত্মতুষ্টিতে ভেসে গেলে চলবে না, লড়াই এখনও বাকি।”

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর ছক কষছে বিজেপি, এবার তার জবাব বাংলার মানুষ দেবে গণতান্ত্রিকভাবে।” ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকেই তাই অভিষেকের ডাক, ২০২৬-এ গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে বিজেপিকে ‘ডিটেনশন ক্যাম্প’-এ পাঠাবে বাংলার মানুষ।

শেষে দলের নতুন স্লোগান ঘোষণা করে অভিষেক বলেন, “২০২১ সালে বলেছিলাম খেলা হবে, এবার বলছি, পদ্মফুল উপড়ে ফেলা হবে। বিজেপি একদিকে ইডি দিয়ে বিরোধীদের জেলে ঢোকাচ্ছে, অন্যদিকে নির্বাচন কমিশন দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen