PoK ফেরৎ নেওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অপারেশন সিঁদুরের পক্ষে এবং পাকিস্তানী সন্ত্রাসের বিরুদ্ধে বক্তব্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং প্রশংসা কুড়িয়েছেন অভিষেক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:২৭: জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সফরের পর সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন সংসদীয় দল, যার সদস্য ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিজেদের অন্তিম গন্তব্য মালয়শিয়ায় পৌঁছেছে। অপারেশন সিঁদুরের পক্ষে এবং পাকিস্তানী সন্ত্রাসের বিরুদ্ধে একের পর এক বক্তব্যে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং প্রশংসা কুড়িয়েছেন অভিষেক, কারণ তিনি নিজের বাগ্মিতার মাধ্যমে সন্ত্রাসের বিরুদ্ধে, দলমত নির্বিশেষে ভারতের অবস্থান এবং পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
মালয়শিয়ার রাজধানী কুয়ালা-লামপুরে পাকিস্তানের সঙ্গে সমস্যা মেটানোর একমাত্র উপায় হিসেবে পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর বা পিওকে ফেরৎ নেওয়ার দাবি জানালেন অভিষেক।
এক সভায় তিনি বলেছেন, “ভারত তার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে গত ৪০ বছর ধরে আলোচনা চালাচ্ছে। সময় বদলেছে, আলোচনার পদ্ধতি পাল্টেছে, প্রধানমন্ত্রীর পদে নতুন ব্যক্তিরা এসেছেন, রাষ্ট্রপতির আসনে বসেছেন নতুন মানুষেরা। কিন্তু পাকিস্তানের সঙ্গে সমস্যা এক জায়গাতেই থেকে গিয়েছে।”
অভিষেক আরও বলেন, “আমরা সমানে তাদের সঙ্গে আলোচনা করেছি….আন্তর্জাতিক প্রেস এবং মিডিয়ার অনেক বন্ধুরা আমাদের জিজ্ঞেস করেন, কেন আমরা পাকিস্তানের সঙ্গে কোনরকম আলোচনায় যাচ্ছি না। ভারত পাকিস্তানের সঙ্গে গত ৫০ বছর ধরে আলোচনা করছে, সে সরকারে যেই থাকুক। কিন্তু এবার, ২২শে এপ্রিল যা ঘটেছে, ২৬জন নাগরিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে খুন করা হয়েছে, শুধুমাত্র তাঁদের ধর্ম এবং লিঙ্গের ভিত্তিতে।”
পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে অভিষেক বলেন, “আমি বিরোধী দলের সদস্য হয়েও আমি চাই শাসক দলকে (বিজেপি) বলতে চাই, যে যদি তাঁরা পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে চায়, তাহলে যেন এবারের আলোচনা শুধু পাকিস্তান-অধিকৃত-কাশ্মীর ফেরৎ নেওয়ার বিষয়েই হয়। নয়তো এরকম চলতেই থাকবে।”
ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, “এটি অবশ্যই আমার ব্যক্তিগত মতামত, ঘরে উপস্থিত অনেকেই হয়তো আমার সঙ্গে সহমত নাও হতে পারেন। কিন্ত, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।”
সংসদীয় দলের সদস্য হিসেবে বারংবার নজর কেড়ে চলেছেন বিরোধী দলের সাংসদরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, আসাদউদ্দীন ওয়েসীদের বক্তব্যের প্রশংসা করতে বাধ্য হচ্ছেন বিজেপিপন্থী নেটিজেনরা। এবার PoK ফেরৎ নেওয়ার বিষয়ে কথা বলে নিজের পাকিস্তানী-বিরোধী আগ্রাসী মনোভাবের পরিচয় আরেকবার দিলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক।