Abhishek Banerjee: সাড়ে ৪ লক্ষের বেশি দুস্থ-প্রবীণের হাতে অভিষেকের পুজো উপহার, কী কী থাকছে ঝুলিতে?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৩০: ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রজুড়ে বাড়ি-বাড়ি উপহার পৌঁছে যাচ্ছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পুজো উপহার। প্রতি বছরের মতো এ বছরও তার অন্যথা হয়নি। নিজের সংসদীয় এলাকায় সক্রিয় ভূমিকা নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াবুরুজ-এই সাতটি বিধানসভায় মিলিয়ে প্রায় সাড়ে চার লক্ষের বেশি দুস্থ ও প্রবীণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে উপহার। দলের তরফে জানানো হয়েছে, প্রতিটি বিধানসভার জন্য ৭০ হাজারেরও বেশি পোশাকের সঙ্গে থাকছে সাংসদের শুভেচ্ছাবার্তা লেখা কার্ড। শাড়ি, ধুতি, লুঙ্গি ও গেঞ্জিও থাকছে সেই তালিকায়।
গত বছর থেকে অভিষেকের নির্দেশেই দলের নেতা-কর্মীরা সরাসরি মানুষের বাড়িতে গিয়ে উপহার পৌঁছে দিচ্ছেন। এবছরও সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সাংসদের প্রতিনিধি ও ডায়মন্ড হারবার পর্যবেক্ষক শামিম আহমেদ, বিধায়ক পান্নালাল হালদার, চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস-সহ দলের কর্মীরা এই কাজে সক্রিয়ভাবে যুক্ত।
অর্থনৈতিক তাড়নায় থাকা বহু মানুষ এই উপহার পেয়ে খুশি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন উদ্যোগ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের সরাসরি যোগাযোগ আরও মজবুত করছে।
উল্লেখ্য, শুক্রবার কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রসঙ্গ টেনে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “আজ যাঁরা বাংলায় এসে দুর্গাপুজোর উদ্বোধন করছেন, তাঁরাই পাঁচ বছর আগে বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না।” শাহের বক্তব্যকে পরস্পরবিরোধী আখ্যা দিয়ে সরাসরি আক্রমণ করেন তিনি।