আগরতলায় পা রাখলেন অভিষেক, আক্রান্ত দেবাংশু-সুদীপ

এই সব আচরণ করে তাঁদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে অবশ্য জানাচ্ছেন ত্রিপুরার তৃণমূল নেতা আশিষলাল সিংহ।

August 2, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফর ঘিরে সরগরম ত্রিপুরা। রবিবার রাতেই অভিষেকের সফরের আগে আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা শহর পর্যন্ত একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে লাগানো হয়েছিল পোস্টার, ব্যানার, ফ্লেক্স। যদিও সেই সব পোস্টার,ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ ত্রিপুরা তৃণমূল নেতৃত্বের। এরই মধ্যে অভিষেককে কালো পতাকা দেখানো হল ত্রিপুরায়। এক নয়, তিন-তিনটি জায়গায় কালো পতাকা দেখানো হয় অভিষেককে। শুধু তাই নয়, বেশ কয়েকদিন ধরে ত্রিপুরায় ঘাঁটি গেড়ে থাকা তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। অবশ্য এই সব আচরণ করে তাঁদের কর্মীদের মনোবল ভেঙে দেওয়া যাবে না বলে অবশ্য জানাচ্ছেন ত্রিপুরার তৃণমূল নেতা আশিষলাল সিংহ।

অভিষেকের সফরকে ঘিরে সোমবার সকাল থেকেই ত্রিপুরা জুড়ে উৎসাহ নিয়ে রাস্তায় নেমেছেন তৃণমূলের কর্মীরা। কোভিড প্রটোকল মেনেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে অভিবাদন জানাতে প্রস্তুত হয়েছেন তারা। তবে আইপ্যাকের ঘটনার পরে ইতিমধ্যেই তৃণমূল শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছেন, কোভিড প্রটোকল মেনেই মেপে-বুঝে পা ফেলতে হবে কর্মীদের। এদিন অবশ্য দেখা যাচ্ছে আগরতলার মোড়ে মোড়ে উৎসাহিত তৃণমূল কর্মীরা হাজির হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen