মহেশতলার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন অভিষেক
দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হয়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৯.৪৫: মহেশতলার ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ান। নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে খবর, অবিলম্বে ক্ষতিগ্রস্ত দোকান ও বাড়ির মালিকদের সবরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন তিনি।
গত ১১ জুন, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। ওইদিন সকালে আক্রা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা। পরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ব্যাপক ভাঙচুর। একাধিক বাড়ির ছাদের উপর থেকে ঢিল ছোঁড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
এডিজি দক্ষিণবঙ্গ, ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ-সহ পুলিশের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। উন্মত্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। শুরু হয় পাথরবৃষ্টি। রবীন্দ্রনগর থানা লাগোয়া এলাকায় একটি বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।
পরিস্থিতি সামাল দিতে নামানো হয় ব়্যাফ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। মৃদু লাঠিচার্জও হয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন। আবার এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
ঘাসফুল শিবির সূত্রে জানা গিয়েছে, অভিষেক চেয়েছেন, কারও যাতে কোনওরকম অভাব না হয়। আর সেটা দলীয় স্তর থেকেই নিশ্চিত করতে বলেছেন তিনি। এলাকার সংগঠনের সদস্যদের দ্রুত পদক্ষেপ করতে বলেছেন।