৬ জানুয়ারি বীরভূম সফরে গিয়ে বাংলাদেশ থেকে ফেরা সোনালীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.০০: বছরের শুরু থেকেই আক্রমণাত্মক রাজনৈতিক কর্মসূচিতে নামছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘রণসংকল্প’ কর্মসূচিকে সামনে রেখে রাজ্যের একাধিক জেলায় জনসংযোগ ও সভা করছেন তিনি। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই আগামী ৬ জানুয়ারি বীরভূমের রামপুরহাটে একটি গুরুত্বপূর্ণ জনসভা করবেন অভিষেক।
এই সফর ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে, কারণ ওই দিনই বাংলাদেশ থেকে ফিরে আসা সোনালি বিবির সঙ্গে তাঁর দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশি সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর পরিবারকে দিল্লি পুলিশ বাংলাদেশে পুশব্যাক করেছিল। পরে সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের নির্দেশে সোনালি ও তাঁর সদ্যোজাত সন্তানকে ভারতে ফিরিয়ে আনা হয়। আগেই অভিষেক জানিয়েছিলেন, তিনি সোনালির সঙ্গে দেখা করবেন।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সভার আগের দিন অর্থাৎ ৫ জানুয়ারি সোনালি বিবিকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হবে। ৬ জানুয়ারি তাঁর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে সন্তান কোলে নিয়েই সোনালির সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অভিষেক। যদিও তৃণমূলের জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে এখনও চূড়ান্ত সফরসূচি হাতে আসেনি। সোনালি বিবির বক্তব্য, তাঁর স্বামী-সহ পরিবারের চার সদস্য এখনও বাংলাদেশে আটকে রয়েছেন। অভিষেক এলে তাঁদের ফিরিয়ে আনার জন্য আবেদন জানাবেন তিনি।
এদিকে আজ শনিবার আলিপুরদুয়ার সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মাঝেরডাবড়ি চা বাগানের প্রায় ৩ হাজার শ্রমিকের সঙ্গে বৈঠক করবেন তিনি। চা-শ্রমিকদের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে তাঁদের বিভিন্ন সমস্যা, বিশেষ করে পিএফ ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হবে। নির্বাচনের আগে শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধানে উদ্যোগী হচ্ছে তৃণমূল—এমনই বার্তা দিতে চায় দল।