অভিষেক-রাহুলের বৈঠকের পর পুকুর-নদী নিয়ে কোন পথে প্রদেশ কংগ্রেস?

জানা যাচ্ছে, এই বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক।

August 31, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাহুল গান্ধী ও অভিষেক ব্যানার্জি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একটি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বুধবার ভোরে দিল্লির ১০ জনপথে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি নিয়ে আলোচনা হয়েছে সেটা জানা যায়নি। যদিও রাহুল গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। জানা যাচ্ছে, এই বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও বৈঠক করেছেন অভিষেক।

তবে, এদিনও অধীর চৌধুরীর পুকুর-নদী নিয়ে বক্তব্যের পর বৃহস্পতিবার সুর চড়িয়েছেন কংগ্রেসের এক আইনজীবী ‘ছোট নেতা’। হেভিওয়েটদের বৈঠকের পর রাজ্যের রাজনীতিতে কোনও বদল আসে কি না, এখন সেটাই দেখার।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen