আরামবাগে ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ রুখতে কড়া বার্তা অভিষেকের, দিলেন রদবদলের ইঙ্গিতও

তিনি সতর্ক করেছেন, আগামী দিনে সংগঠনের শীর্ষ নেতৃত্ব যদি রদবদল করে, তবে সেটি মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

September 1, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:১৫: টার্গেট ২০২৬-র নির্বাচন। তার আগে আগে সংগঠনকে চাঙা করতে একের পর এক সাংগঠনিক বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার কলকাতায় হুগলির আরামবাগ (Arambag) সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে আলোচনায় স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি, ‘গোষ্ঠীদ্বন্দ্ব’ বরদাস্ত করা হবে না।

অভিষেক জানান, রাজ্য সরকারের প্রকল্পগুলি যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছায়, সেদিকে নজর দিতে হবে। পাশাপাশি তিনি সতর্ক করেছেন, আগামী দিনে সংগঠনের শীর্ষ নেতৃত্ব যদি রদবদল করে, তবে সেটি মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী (Subrata Bakshi), সাংসদ মিতালী বাগ (Mitali Bag), সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায় (Ramendu Sinharay), যুব সভাপতি পলাশ রায় এবং মহিলা সভানেত্রী করবী মান্না। আলোচনায় সাংগঠনিক বিষয় ছাড়াও আগামী দিনের কর্মসূচি ও রাজনৈতিক কৌশল নিয়ে দিকনির্দেশ দেন অভিষেক।

তাঁর বক্তব্য, বিরোধীদের মোকাবিলা করতে হলে মানুষকে সঙ্গে নিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে যে উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু হয়েছে, তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপিশাসিত (BJP) রাজ্যগুলিতে যে ‘অত্যাচার’ হচ্ছে, সেটিও মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেন তিনি।

বৈঠক শেষে রামেন্দু সিংহ রায় বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েছেন, একসঙ্গে থেকে সংগঠনকে শক্তিশালী করতে হবে। রদবদল হলে সেটিও মেনে নিতে হবে। মানুষের কাজকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” এদিনের বৈঠকে আরামবাগে ছয়ে ৬ বিধানসভা জেতার টার্গেট নিয়েছে তৃণমূল (TMC)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen