ডায়মন্ডহারবার মডেলের সাফল্য তুলে ধরে এলাকাবাসীকে কুর্ণিশ জানালেন অভিষেক

করোনা পরীক্ষা করানো হয়েছে ১৫,৭০৩ জনকে। তারমধ্যে করোনা পজিটিভ সংখ্যা ১৭১ জন।

January 19, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

ডায়মন্ডহারবার মডেলের সাফল্য তুলে ধরে ফের ফেসবুকে পোস্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পোস্টে ডায়মন্ডহারবারবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই এই ডায়মন্ডহারবার মডেল নিয়েই খোঁচা দিতে দেখা গেছে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এই পরিস্থিতিতে অভিষেকের এই একের পর এক পোস্ট রীতিমতো তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

ডায়মন্ডহারবারে করোনা সংক্রমণের হার নিয়ে পরিসংখ্যান তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌করোনা পরিস্থিতিতে সব স্বাস্থ্য কর্মী, যে সব মানুষ সামনে থেকে লড়াই করেছেন, তাঁদের প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি। জেলা প্রশাসনকেও অভিবাদন জানাই। করোনা যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ডায়মন্ডহারবারবাসীকে ধন্যবাদ।

অভিষেকের পোস্টে দেখা যাচ্ছে, এউ মুহূর্তে ডায়মন্ডহারবারে করোনার পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ১.‌০৯ শতাংশ। করোনা পরীক্ষা করানো হয়েছে ১৫,৭০৩ জনকে। তারমধ্যে করোনা পজিটিভ সংখ্যা ১৭১ জন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen