সাংসদদের সাসপেনশনের প্রতিবাদে দিল্লি পৌঁছেই ধর্নায় যোগ দিলেন অভিষেক

তৃণমূলের দাবি, “সাংসদদের সাসপেনশনের তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপি আমাদের চুপ করাতে পারবে না।”

December 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সাংসদদের সাসপেনশনের বিরোধিতা করেছিলেন আগেই। সোশ্যাল মিডিয়ায় তুলোধোনা করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারকে। জানিয়েছিলেন, সাসপেন্ড সাংসদদের পাশে আছেন। এবার দিল্লি পৌঁছেই তাঁদের সঙ্গে ধর্নায় বসলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

সংসদের তৃণমূলের রণকৌশল কী হবে, কীভাবে বিজেপি (BJP) বিরোধিতার ঘুঁটি সাজাবে ঘাসফুল শিবির-সেই সব নিয়ে আলোচনা করতে মঙ্গলবারই দিল্লি পৌঁচছেন অভিষেক। দিল্লি বিমানবন্দর থেকে সোজা ধর্নাস্থলে পৌঁছে যান তিনি। গান্ধীমূর্তির পাদদেশে সাসপেন্ড সাংসদদের সঙ্গে বসেন ধর্নায়ও। দলীয় সূত্রে খবর, দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করতেই এদিন ধর্নায় যোগ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ধর্নাস্থলে ছিলেন শান্তা ছেত্রী, দোলা সেন-সহ শান্তনু সেন, অপরূপা পোদ্দাররাও।

বাদল অধিবেশনে সংসদের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি শীতকালীন অধিবেশন থেকে বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদ। সেই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে লাগাতার ধর্না দিচ্ছেন তৃণমূলের সাংসদেরা। সাসপেন্ড দুই সাংসদদের পাশাপাশি ধর্নায় থাকছেন তৃণমূলের অন্যান্য সাংসদেরাও।

Abhishek Banerjee
গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় সাংসদেরা।

এবার সেই ধর্না কর্মসূচিতে যোগ দিলেন অভিষেকও। স্বাভাবিকভাবেই তাঁর এই যোগদান দলীয় সাংসদদের মনোবল বৃদ্ধি করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তৃণমূলের দাবি, “সাংসদদের সাসপেনশনের তীব্র নিন্দা করছি। এভাবে বিজেপি আমাদের চুপ করাতে পারবে না।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen