মান থাকলে তো অপমান হবে, শুভেন্দুকে আইনি চিঠি অভিষেকের
মোটের ওপর শুভেন্দুর আনা নানান রকম অভিযোগগুলি শিশুসুলভ, শুভেন্দুর ভুল ঢাকার জন্যই কৰা, তা ব্যক্ত করা হয় এই চিঠিতে।
February 5, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

গত ৫ই ফেব্রুয়ারী মানহানির মামলার হুমকি দিয়ে সাংসদ অভিষেক ব্যানার্জিকে চিঠি পাঠিয়েছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
সেই চিঠির উত্তরে এবার চিঠি পাঠালেন অভিষেক ব্যানার্জির আইনজীবী।

চিঠিতে লেখা হয়েছে, মান থাকলে তবে তো অপমান হবে , কারণ শুভেন্দুর বিরুদ্ধে তোলাবাজি, সারদা চিট ফান্ড-এর মামলা, সুদীপ্ত সেনের চিঠি বা নারদার ঘুষ খাওয়ার মত নানা রকম মামলা চলছে বা অভিযোগ আছে, উল্টোদিকে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলাতো দূরের কথা, কোনও অভিযোগই নেই।
মোটের ওপর শুভেন্দুর আনা নানান রকম অভিযোগগুলি শিশুসুলভ, শুভেন্দুর ভুল ঢাকার জন্যই কৰা, তা ব্যক্ত করা হয় এই চিঠিতে।