অমিত শাহদের জন্য দু-মিনিটের নিরবতা, দুর্গাপুজো নিয়ে খোঁচা অভিষেকের

ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব।

December 15, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ বাংলা ও বাঙালির গর্বের দিন। ইউনেস্কোর ইনট্যানজিবেল কালচারাল হেরিটেজের তালিকায় স্থান পেয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব। এ খবর সামনে আসতেই অমিত শাহকে এক হাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক অমিত শাহকে খোঁচা দিয়ে একটি টুইটও করেন। টুইটে তিনি লিখেন, “অমিত শাহদের জন্য দু-মিনিট নিরবতা পালন করা হোক।” বাংলায় বিধানসভা নির্বাচন চলাকালীন অমিত শাহ এবং বিজেপির একাধিক প্রথম সারির নেতারা প্রকাশ্য জনসভায় বারংবার সম্পূর্ণ ভ্রান্ত দাবি করে এসেছেন যে, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। সেই ঘটনাকেই মনে করিয়ে শাহকে বিঁধলেন অভিষেক। ইউনেস্কোর স্বীকৃতিই প্রমাণ করে দিল বাংলায় দুর্গাপুজো হয় কি না। সেই সঙ্গে টুইটে অভিষেক যোগ করেন, “আপনার ভ্রান্ত প্রচার ধরা পড়ে গেল। আপনার মিথ্যাচার ফের একবার প্রকাশ্যে চল এল।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen