ভোট গেলেই বহিরাগতরা রাজ্য ছেড়ে পালিয়ে যাবে: বিজেপিকে কটাক্ষ অভিষেকের

বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

January 7, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

বহিরাগত ইস্যুতে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গঙ্গারামপুরের (Gangarampur) সভা থেকে অভিষেক বলেন, ‘‘এই সব বহিরাগতরা ভোটের পর রাজ্য থেকে পালিয়ে যাবে।’’ ‘তোলাবাজ ভাইপো’ আক্রমণের জবাবও দিয়ে শুভেন্দুকে পাল্টা তোলাবাজ বলে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ।

অভিষেকের বক্তব্য:

• নেতাজি সুভাষচন্দ্র বসু যদি এই বাংলায় জন্ম না দিত, তা হলে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার কেউ থাকত না 

• তাতে আমাদের চিহ্নিত করতে আমাদের সুবিধা হয়েছে 

• বাকিদেরও কোয়রান্টিনে পাঠিয়ে দিয়েছে 

• সঙ্গে সঙ্গে নিজের একটা ভাইকে নিয়ে এসে বিজেপিতে জয়েন করিয়েছে 

• আমি বলেছিলাম, নিজের পরিবারে আগে পদ্মফুল ফোটাও 

• টিভির পর্দায় আপনারা কাকে টাকা নিতে দেখেছেন? 

• আরে ভাই তোলাবাজ তো তুমি

• কলকাতা আর দিল্লিতে একই সরকার চাই, কেন? চুরি করতে সুবিধা হবে বলে? 

• ওই লাইন ছিল দুঃখের, আর এই লাইন (দুয়ারে সরকার) আশার 

• মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার করেছে 

• আপনারা জানেন, মোদী সরকার নোটবন্দি আর জিএসটি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিল 

• দিলীপ ঘোষ গুন্ডা, আকাশ বিজয়বর্গীয় গুন্ডা 

• আমি বলছি দিল্লির নেতারা বহিরাগত 

• আমার নাম নিতে পারে না, কিন্তু আমি নাম ধরে বলছি কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত 

• তোলাবাজ ভাইপো, এসব বলতে হবে না, আমার পিছনে ইডি-সিবিআই লাগাতে হবে না  

• আমাকে বলছে তোলাবাজ ভাইপো হঠাও 

• আমি বাংলায় কথা বলি, আর আমাকে বলা হচ্ছে বহিরাগত 

• ভোট গেলেই বহিরাগতরা রাজ্য থেকে পালিয়ে যাবে

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen