বাঁকুড়ার রানিবাঁধে BLO-র আত্মহত্যা, কমিশনকে নিশানা করে গর্জে উঠলেন অভিষেক

December 28, 2025 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৩০: SIR-র চাপে মৃত্যু মিছিল চলছেই। রবিবার SIR-র চাপে আরও এক BLO-র আত্মহত্যার অভিযোগ উঠল। বাঁকুড়ার রানিবাঁধে BLO-র দেহ উদ্ধারের ঘটনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন অভিষেক। নাম উল্লেখ না-করে বিজেপিকেও নিশানা করেছেন অভিষেক। তাঁর মতে, এক বিশেষ রাজনৈতিক দলের স্বার্থরক্ষায় এবং একজন ব্যক্তির রাজনৈতিক অঙ্ক মেলাতে নতজানু হয়ে পড়েছে কমিশন।

X পোস্টে তৃণমূলের সেনাপতির অভিযোগ, নির্বাচন কমিশন তড়িঘড়ি, বিশৃঙ্খল এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে SIR চালাচ্ছে। “অমানবিক চাপ” সহ্য করতে না-পেরে ওই BLO চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি অভিষেকের। তাঁর কথায়, “SIR প্রক্রিয়ার জেরে ইতিমধ্যে আতঙ্ক, মানসিক চাপ, ক্লান্তি ও ভয়ের কারণে ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।”

তৃণমূল সাংসদের অভিযোগ, “মানুষ যদি ক্লান্তি, হতাশা বা আতঙ্কে মারা যান, বিজেপির কাছে তা কেবল ক্ষমতার খেলায় গ্রহণযোগ্য ‘কোল্যাটারাল ড্যামেজ’। ইতিহাস সব দেখছে। বাংলা ক্ষমা করবে না, বাংলা ভুলেও যাবে না।”

প্রসঙ্গত, রবিবার BLO হারাধন মণ্ডলের দেহ উদ্ধার হয়। রাজাকাটা মাঝেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি। পুলিশের দাবি, বিদ্যালয়ের এক শ্রেণিকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থল থেকে সুইসাইড নোটে উদ্ধার হয়েছে। তাতে মৃতের সই ছিল। সুইসাইড নোট লেখা ছিল, ‘আমি আর চাপ নিতে পারছি না’। জানা গিয়েছে, রবিবার সকালে স্কুল চত্বরে ঢুকে প্রথমে বিষয়টি নজরে আসে স্থানীয়দের। একটি শ্রেণিকক্ষ দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয়। ভিতরে ঢুকতেই চোখে পড়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে প্রধান শিক্ষকের দেহ। রানিবাঁধ থানায় তড়িঘড়ি খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen