‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মোদিকে কটাক্ষ অভিষেকের

বিজেপি চাইছে, যে করে হোক বাংলাকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত করতে হবে।

April 8, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

আমরা জয় বাংলা বললে, বলা হচ্ছে বাংলাদেশি। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) বাংলাদেশে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে(Sheikh Hasina) সামনে রেখে বলে আসছেন জয় বাংলা। বিজেপি এভাবেই দ্বিচারিতার রাজনীতি করতে অভ্যস্ত। বুধবার হাওড়ার শিবপুর(Shibpur) বিধানসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী মনোজ তেওয়ারির(Manoj Tiwari) সমর্থনে এক রোড শোতে যোগ দিতে এসে এভাবেই বিজেপিকে তোপ দাগেন সাংসদ তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। এদিন তিনি ওই কেন্দ্রের ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে বেলিলিয়াস রোডে ডিসি ট্রাফিক অফিস পর্যন্ত ওই রোড শো করেন।

তিনি বলেন, আমরা প্রত্যকটা ধর্মে বিশ্বাস করি। আমরা বৈচিত্রের মধ্যে একতায় বিশ্বাস করি। বিজেপি চাইছে, যে করে হোক বাংলাকে বঞ্চিত, লাঞ্ছিত, অত্যাচারিত করতে হবে। এর জবাব দেবেন বাংলার মানুষ। ২৫০ এর বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় আসবে বলে এদিন ফের দাবি করেন তিনি। অন্যদিকে এদিন হুগলির সপ্তগ্রাম ও চাঁপদানি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে এসে অভিষেক বলেন, তৃতীয় দফার ভোটে গণতান্ত্রিকভাবে বিজেপির মাজা-কোমর ভেঙে দিয়েছে বাংলার মানুষ। চতুর্থ দফার ভোটে হুগলির মানুষের দায়িত্ব, গণতান্ত্রিক ভাবে বিজেপিকে পঙ্গু করে দেওয়া। ভিড়ে ঠাসা সপ্তগ্রামের সভায় তিনি আরও বলেন, কাজের সরকার চান না কি মিথ্যে প্রতিশ্রুতির সরকার সেই সিদ্ধান্ত আমি আমজনতার উপরেই ছাড়ছি। কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে প্রতিবাদ করুন। এদিন হংসেশ্বরী মন্দির লাগোয়া মাঠে বিপুল জনসমাগম হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সপ্তগ্রামের প্রার্থী তপন দাশগুপ্ত সেখানে বক্তব্য রাখেন। অন্যদিকে বৈদ্যবাটিতে চাঁপদানির প্রার্থী অরিন্দম গুঁইনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen