সদ্যোজাতকে বাঁচাতে পরিচালকের পোস্ট, এগিয়ে এলেন অভিষেক

তিন দিনের শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।

January 16, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

একরত্তিকে বাঁচাতে হবে। টলিউডের এডিটর অনির্বাণ মাইতির কাছে কাতর আর্তি নিয়ে ফেসবুক মেসেঞ্জারে এক তরুণী লেখেন গোটা ঘটনা। কালক্ষেপ না করে সেই কথাই নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন অনির্বাণ। তারপর আধঘণ্টাও গেল না। তিন দিনের শিশুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম।

ঘটনা কী?

নদিয়ার হরিণঘাটা থানার নগরউখড়া মহাদেবপুরের বাসিন্দা পূজা দেবনাথ তিন দিন আগে দমদমের একটি বেসরকারি হাসপাতালে জন্ম দেন শিশুটির। কিন্তু জন্মের পর সদ্যোজাতর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে। ওই হাসপাতাল বলে দেয়, হয় এসএসকেএম নইলে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতাল ছাড়া এই চিকিত্‍সা সম্ভব নয়।

পূজার স্বামী অর্থাত্‍ নবজাতকের বাবা জয়ন্ত দেবনাথ সহ গোটা পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। এক, মুকুন্দপুরের ওই বেসরকারি হাসপাতালে চিকিত্‍সা করানোর আর্থিক সামর্থ তাঁদের নেই। আর এসএসকেএমে যোগাযোগ করার সূত্র জানা নেই।

পরিচিত মারফত অনির্বাণের কাছে খবর যায়। অনির্বাণ ঘোষিত বামপন্থী। তবে পেশাগত ভাবে তিনি সম্প্রতি ব্রাত্য বসুর ছবি ডিকশনারিও এডিট করেছেন। অনির্বাণ জানান, তিনি বন্ধুদের থেকে জানতে পারেন মদন মিত্র সুরাহা করতে পারেন। তাঁকে মেনশন করেই ফেসবুক পোস্ট করেন অনির্বাণ। তারপর দমদমের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে সেখানে পৌঁছে যায় অভিষেকের টিম।

এমনিতে এর আগেও অনির্বাণ এই ধরনের উদ্যোগ নিয়েছেন। দিল্লির দাঙ্গায় আটকে পড়া মুর্শিদাবাদের ১২ জন শ্রমিককে নিরাপদে উদ্ধারের বিষয়ে তৎপর হয়েছিল অধীর চৌধুরীর দপ্তর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen