বুধবার দলের সাংসদদের নিয়ে বৈঠকে অভিষেক, কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: চলছে শীতকালীন অধিবেশন। এই আবহে দলের সাংসদদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেনাপতি। আগামী বুধবার সকাল সাড়ে ১০টার সময় সংসদের দলীয় দপ্তরে তৃণমূলের সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ব্যক্তিগত কাজে দেশের বাইরে ছিলেন অভিষেক। সদ্য ফিরেছেন। এবার অধিবেশনে যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, অভিষেক তৃণমূলের লোকসভার দলনেতা, পদাধিকার বলে তিনি সংসদীয় দলের সঙ্গে বৈঠকে বসবেন। কিন্তু বুধবারের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। চলতি শীতকালীন অধিবেশনে তৃণমূলের লোকসভার সদস্যদের মধ্যে অশান্তি প্রকাশ্যে চলে এসেছে। ক্ষোভ-বিক্ষোভ দলের সংসদীয় কার্যালয়ের বাইরেও এসে পড়েছে! লোকসভা অধিবেশন চলাকালীনও তৃণমূল সাংসদদের প্রকাশ্যে বিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের দু-একজন মহিলা সাংসদদের মধ্যে কোন্দল। সেই সমস্যা মেটাতে আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই বৈঠক ডেকেছেন তিনি।
আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। শোনা যাচ্ছে, এই পরিস্থিতিতে মতবিরোধ মিটিয়ে আরও জোটবদ্ধ হতে মরিয়া তৃণমূল। মহিলা সাংসদদের মধ্যে মতবিরোধের গুঞ্জন দলের অস্বস্তি বাড়িয়েছে। মান, অভিমান ভুলে বিবাদ মিটিয়ে নেওয়াই বৈঠকের অন্যতম লক্ষ্য। বৈঠকে নানা সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে। সামনেই বিধানসভা নির্বাচন। সাধারণ মানুষের কাছে জনপ্রতিনিধিদের পৌঁছতে বার্তাও দেবেন দলের সাধারণ সম্পাদক। ১৬ ডিসেম্বর SIR-র খসড়া তালিকা প্রকাশ। কীভাবে এগোবেন নেতা-কর্মীরা। সে সব নিয়েও ওই বৈঠকে আলোচনা হতে পারে বলেই খবর।
সোম এবং মঙ্গলবার নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা চলবে রাজ্যসভায়। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে দোলা সেন বলেছেন। দলের পক্ষ থেকে আরও চারজনকে দিয়ে বলানো হবে বলে খবর। মমতা ঠাকুর বলতে পারেন মতুয়া সম্প্রদায়ের প্রতি বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গ ও বঞ্চনা নিয়ে।
রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও বলবেন বলেও জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, গত দশ বছরের সব ধরনের নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে হারিয়েছে তৃণমূল, এই বিষয়ে বলতে পারেন ডেরেক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সাগরিকা ঘোষ এই বিষয়ে বলবেন বলেও জানা যাচ্ছে।