শুক্রে বাংলাদেশ ফেরত সোনালির সঙ্গে সাক্ষাৎ অভিষেকের, পাশে থাকার বার্তা তৃণমূলের সেনাপতির
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:০০: দীর্ঘ আইনি লড়াই এবং কূটনৈতিক টানাপড়েনের পর অবশেষে দেশে ফিরেছেন বীরভূমের সোনালি বিবি (Sonali Bibi)। আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার বাংলাদেশ ফেরত সোনালি বিবির সঙ্গে দেখা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাক্ষাতের আগেই ডায়মন্ড হারবারের সাংসদ স্পষ্ট জানিয়ে দিলেন, দল ওই পরিবারের পাশেই আছে।
এদিন সংসদে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, ১৯ ডিসেম্বর তিনি সোনালির সঙ্গে দেখা করতে যাবেন। তিনি বলেন, ”আগামী পরশুদিন সোনালি খাতুনের পরিবারের সঙ্গে দেখা করছি। তাঁর পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা ছিল। যোগাযোগ ছিলাম আমরা।” শুধু সোনালি বিবি নন, এখনও বাংলাদেশে আটকে থাকা সোনালির স্বামী এবং প্রতিবেশী সুইটি খাতুনের পরিবারের প্রতিও আশ্বাসবাণী শুনিয়েছেন তিনি। অভিষেকের বার্তা, ”আমি সবাইকে বলব, চিন্তা করবেন না। তৃণমূল পাশে রয়েছে।”
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত মাস কয়েক আগে। দিল্লি থেকে সোনালি বিবি (Sonali Bibi) ও তাঁর স্বামী-সহ মোট ছয়জনকে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ সন্দেহে আটক করেছিল পুলিশ। অভিযোগ, এরপর জোর করে সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে ‘পুশ ব্যাক’ করে বিএসএফ (BSF)। ফলে বীরভূমের (Birbhum) বাসিন্দা হয়েও দীর্ঘ সময় ওপার বাংলার জেলে কাটাতে হয় সোনালি বিবিকে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা হয়। মানবিকতার খাতিরে অন্তঃসত্ত্বা সোনালিকে ফেরাতে রাজি হয় কেন্দ্র।
গত ৫ ডিসেম্বর, ৮ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় সীমান্ত পেরিয়ে দেশে ফেরেন সোনালি এবং তাঁর নাবালক সন্তান। দেশে ফিরেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ধন্যবাদ জানান। সোনালি বলেন, ”বাংলাদেশে খুব কষ্টে ছিলাম। ভারতে ফিরে আসতে পেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। দিল্লি পুলিশ আমাদের ওপর অমানবিক অত্যাচার করেছিল। অনেক অনুরোধের পরও বিএসএফ আমাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।” সোনালি দেশে ফিরলেও তাঁর স্বামী এবং প্রতিবেশী সুইটি খাতুন এখনও বাংলাদেশে আটকে রয়েছেন। ঘটনার প্রথম দিন থেকেই এই ইস্যুতে সরব ছিল তৃণমূল কংগ্রেস।