পাখির চোখ উত্তর-পূর্ব, সংগঠনকে মজবুত করতে মেঘালয় যাচ্ছেন অভিষেক

অসম ও ত্রিপুরার পর এবার মেঘালয়ে দলের সংগঠন মজবুত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

June 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

অসম ও ত্রিপুরার পর এবার মেঘালয়ে দলের সংগঠন মজবুত করতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই লক্ষ্যে এবার মেঘালয়ে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০২৪ এর আগে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে দলকে শক্তিশালী করতে চাইছেন তিনি।

সূত্রের খবর, আগামী ২৯ জুন মেঘালয়ে যাচ্ছেন অভিষেক। মেঘালয়ে তৃণমূলের ইউনিট তৈরি হওয়ার পর এটাই হবে তাঁর প্রথম রাজ্য সফর। আগামী বছর, অর্থাৎ ২০২৩-এ মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগে সেই রাজ্যে দলের নেতা কর্মীদের কী বার্তা দেন অভিষেক, সেটাই দেখতে চায় রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, একুশের নভেম্বর মাসে মেঘালয় কংগ্রেসের (Congress) ১৮ জন বিধায়কের মধ্যে ১২ জনই যোগ দেন তৃণমূলে (TMC)। সেই দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা (Mukul Sangma)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen