আগামীকাল অভিষেকের ভার্চুয়াল বৈঠক – থাকছেন কারা?
আগামীকাল, মঙ্গলবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিভিন্ন স্তরের ন’হাজারের বেশি নেতা–কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১৯:০০: আগামীকাল, মঙ্গলবার, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিভিন্ন স্তরের ন’হাজারের বেশি নেতা–কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। ভিনরাজ্যে বাঙালিদের বাংলা ভাষা বলার জন্য ‘হেনস্তা’ থেকে শুরু করে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের (স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR) বিরোধিতায় দলের সুর বেঁধে দিতে জেলাস্তরে দলীয় সংগঠনকে নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগামী ৮ আগস্ট ভারচুয়ালি সেই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু জাতীয় স্তরে কর্মসূচি-সহ একাধিক কারণে সেই বৈঠকের তারিখ পরিবর্তন করা হয়েছে। জানা গিয়েছে, ৮ আগস্টের বদলে তা হবে ৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার।
৮ তারিখ দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি রয়েছে INDIA জোটের। সেখানে যোগ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে ওইদিনের দলীয় বৈঠক এগিয়ে আনার সিদ্ধান্ত।
এর আগে তৃণমূলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, দলের সমস্ত সাংসদ, বিধায়ক, মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সকল জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকে ভারচুয়াল বৈঠকে ডেকেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাংগঠনিকস্তরে তৃণমূল রাজ্য সভাপতি ছাড়া সমস্ত শাখা সংগঠনের প্রধান, রাজ্য তৃণমূল কমিটির সকল সদস্য, জেলা তৃণমূলের (মাদার) চেয়ারম্যান ও সভাপতি এবং কলকাতার সমস্ত ব্লক সভাপতিও অভিষেকের এই বৈঠকে থাকার কথা।