মধ্যরাতে বার্তা দেবেন অভিষেক, ফেসবুক লাইভ ঘিরে উদ্দীপ্ত তৃণমূল কর্মী-সমর্থকরা

ফেসবুক লাইভের মাধ্যমেই নিজের অফিসিয়াল পেজ থেকে বার্তা দেবেন তিনি

August 14, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আগামিকাল ৭৫ বছর পেরোবে স্বাধীন ভারতের বয়স। তার আগে মধ্য রাতে ১২টায় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন। ফেসবুক লাইভের মাধ্যমেই নিজের অফিসিয়াল পেজ থেকে বার্তা দেবেন তিনি। অন্যদিকে, স্বাধীনতার লড়াইয়ে যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন, তেরঙা ছোঁয়ায় তেমন ৩০ জন কৃতির ছবিতে সেজে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমের প্রোফাইলগুলি। সেই সঙ্গে টুইটারে দেশের সংবিধানকে উদ্ধৃত করে ঐক্যের বার্তাসহ দেশ সম্পর্কে নিজের ধারণা ব্যক্ত করেছেন মমতা। #MyIdeaForIndiaAt75-হ্যাশট্যাগ তৈরি করে তিনি দেশ সম্পর্কে দেশবাসীর ধারণা জানতে চেয়েছেন।

তৃণমূল সুপ্রিমোর মতোই রবিবার ১৪ আগস্ট দেশের সংবিধানকে উদ্ধৃত করে ঐক্যের বার্তা দিয়েছে অভিষেক। অভিষেক ​​লিখেছেন, দেশের প্রতি আমাদের ভালবাসা, আমাদের আত্মিক টান আমাদের ঐক্যবদ্ধ করে রেখেছে। দেশ ও দেশবাসীর এই সঙ্গিযোগকে আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। আজ রাত ১২টায় ফেসবুক লাইভে বার্তা দেবেন তিনি। কী বলবেন অভিষেক, তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সঞ্চার হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen