আজ অভিষেকের মেগা বৈঠক, কী নির্দেশ দেবেন তৃণমূলের সেনাপতি?
বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা থেকে শুরু করে SIR সরগরম রাজনীতি, বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২.০০: বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা থেকে শুরু করে SIR সরগরম রাজনীতি। অন্যদিকে বছর ঘুরলেই ভোট। তার আগে দলের নেতা, কর্মীদের সুর বেঁধে দিতে আজ মেগা বৈঠক ডেকেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। ৮ আগস্ট ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা থাকলেও দিন পরিবর্তন করে ৫ আগস্ট করা হয়। সংগঠনের প্রায় নয় হাজার নেতাকে নিয়ে আজ বিকেলে বৈঠক বসবেন অভিষেক।
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ তকমা দেওয়া, একের পর এক ডবল ইঞ্জিন রাজ্যে ক্রমাগত বাঙালিদের উপর অত্যাচার, SIR-র মাধ্যমে বৈধ ভোটারদের নাম কাটার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল আন্দোলন করছে। সংসদে তৃণমূল সাংসদদের বিক্ষোভ চলছে। এই আবহে ভার্চুয়াল বৈঠক ডাকেন অভিষেক।
দলের সমস্ত নির্বাচিত জনপ্রতিনিধি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতি, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ডাকা বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। দলের শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও থাকতে বলা হয়েছে। বীরভূম এবং উত্তর কলকাতার ক্ষেত্রে কোর কমিটির সমস্ত সদস্যকে বৈঠকে ডাকা হয়েছে। কী বার্তা দেন তৃণমূলের সেনাপতি সেদিকেই নজর রাজনীতির কারবারিদের।