৭ আগস্ট INDIA জোটের বৈঠকে থাকবেন অভিষেক, SIR নিয়ে আন্দোলনের নীলনকশা সাজাবে বিরোধীরা?

আগামী ৭ আগস্ট বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

August 3, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ০৯.৩০: আগামী ৭ আগস্ট বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠক। সূত্রের খবর, সেই বৈঠকে তৃণমূলের তরফে যোগ দেবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইন্ডিয়ার শরিক দলের সদস্যরা ওই সান্ধ্যকালীন বৈঠক করবেন এবং তারপর নৈশভোজ রয়েছে। সেখানেই তৃণমূলের তরফে উপস্থিত থাকবেন অভিষেক।

বাদল অধিবেশন চলছে। SIR নিয়ে প্রায় প্রতিদিনই সরব হচ্ছে বিরোধী দলের সাংসদেরা। উত্তাল হচ্ছে দুই কক্ষ। তৃণমূল প্রথম থেকে এই বিশেষ নিবিড় সমীক্ষার প্রতিবাদ করছে। একে নীরব রিগিং বলেও কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস সহ প্রায় প্রতিটি বিরোধী দলই সরব হয়েছে।

সাম্প্রতিক পরিস্থিতিতে ইন্ডিয়ার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সূত্রের খবর, এসআইআর নিয়ে দেশব্যাপী আন্দোলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তাঁরা। সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। দিল্লিতে আন্দোলনের ঢেউ পৌঁছে যেতে পারে বলেও মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen