তালিকায় ‘মৃত’ ভোটারদের মঞ্চে আনলেন অভিষেক, তড়িঘড়ি রিপোর্ট তলব কমিশনের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ২০:৫৬: বারুইপুরের দলীয় সভায় খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত তিন ভোটারকে সশরীরে মঞ্চে হাজির করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জীবিত মানুষকে কীভাবে মৃত বলে দাগিয়ে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই ঘটনার পরেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন (Election Commission)। বিষয়টি সংবাদমাধ্যমের নজরে আসতেই দক্ষিণ ২৪ পরগনার জেলা (South 24 Parganas) নির্বাচনী আধিকারিক বা ডিইও (DEO)-র কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর।
সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur) একটি জনসভায় যোগ দিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি তিন জন ভোটারকে মঞ্চে নিয়ে আসেন। অভিষেকের অভিযোগ, প্রকাশিত খসড়া ভোটার তালিকায় এই তিনজনকেই ‘মৃত’ বলে দেখানো হয়েছে। অথচ তাঁরা দিব্যি বেঁচে আছেন এবং মঞ্চে উপস্থিত। প্রশাসনের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিষেক প্রশ্ন তোলেন, জীবিত ভোটারদের নাম কেন তালিকা থেকে এভাবে বাদ দেওয়া হলো? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়।
সাংসদের এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তৎপর হয় কমিশন। রাজ্যের সিইও দপ্তর (CEO Office) সূত্রে খবর, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার ডিইও-কে নির্দেশ দেওয়া হয়েছে, অভিযোগটি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট জমা দিতে। কীভাবে খসড়া তালিকায় এই ত্রুটি বিচ্যুতি ঘটল এবং এর নেপথ্যে কার গাফিলতি রয়েছে, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পরেই কমিশন পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গেছে।
অন্যদিকে, ভোটার তালিকা সংশোধন নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়না- দুই বিধানসভার ২ জন ERO, ২ জন AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR করার নির্দেশ। শুক্রবারই এই মর্মে জেলাশাসকদের নির্দেশ দিয়েছে কমিশন। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এসেছিল পাঁচ জনের বিরুদ্ধে।
এর আগে পাঁচ জনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভাগীয় তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছিল কমিশন। রাজ্যে SIR শুরু আগেই এই পাঁচ জনের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করেছিল কমিশন। পাঁচ জনের তালিকায় রয়েছেন, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ERO দেবোত্তম দত্ত চৌধুরী এবং ময়না বিধানসভা কেন্দ্রের ERO বিপ্লব সরকার। দেবত্তম দক্ষিণ ২৪ পরগনার গ্রামীণ উন্নয়ন সেলের প্রজেক্ট ডিরেক্টর (মনিটরিং)-এর দায়িত্বে রয়েছেন। বিপ্লব পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিক।
ওই দুই কেন্দ্রের AERO তথাগত মণ্ডল ও সুদীপ্ত দাস যথাক্রমে জয়নগর-১ ব্লকের মনরেগা প্রকল্পের সহকারী আধিকারিক এবং তমলুক ব্লকের পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসারের দায়িত্বে রয়েছেন। এছাড়াও কমিশনের নিশানায় আছে ময়না বিধানসভা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর, অস্থায়ী কর্মী সুরজিৎ হালদারও।
অভিযোগ, ভোটার তালিকায় অবৈধ ভাবে নাম তোলার জন্য নির্বাচন কমিশনের ডেটাবেসের লগ-ইন আইডি দপ্তরের কর্মীদের দেওয়া হয়। সেই আইডি ডেটা এন্ট্রি অপারেটারও জানতেন। আইডি দেওয়ার পরে মোবাইলে আসা ওটিপি দিয়ে এই ডেটাবেসে ঢুকতে হয়। এ ক্ষেত্রে ইআরও-র রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি নিয়ম ভেঙে শেয়ার করা হয়েছিল।