‘‘NRC-র বিরুদ্ধে প্রচারে নামুন’’, জেলাওয়ারি বৈঠকে বার্তা অভিষেকের
NRC-র পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন ঢেলে সাজানোরও ইঙ্গিত দেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:২৪: বাঙালি হেনস্থায় উত্তাল রাজনীতি এই আবহে জেলাওয়ারি বৈঠক শুরু করেছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাম্প্রতিক অতীতে অসম সরকারের তরফে উত্তর দিনাজপুরের বহু মানুষকে NRC-র নোটিশ ধরানোয় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এই বিষয়ে দলের নেতাদের উদ্দেশে বৃহত্তর আন্দোলনের বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলের জেলা নেতাদের উদ্দেশে তিনি নিদান দেন, ‘‘NRC-র বিরুদ্ধে জোরদার প্রচারে নামুন। মানুষের পাশে দাঁড়ান। রাজবংশী সম্প্রদায়ের মানুষের মধ্যে NRC নিয়ে ভয় কাজ করছে। ওদের পাশে দাঁড়ান।’’
আজ, সোমবার কলকাতার ক্যামাক স্ট্রিটের দপ্তরে উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলার দলীয় নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। NRC-র পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সংগঠন ঢেলে সাজানোরও ইঙ্গিত দেন তিনি। জেলা নেতৃত্বকে তাঁর সাফ বার্তা, পুরনো, ডেডিকেটেড, পরীক্ষিত কর্মীদের সামনে আনুন। যাঁরা তৃণমূলের জন্য দিনের পর দিন কাজ করেছেন, তাঁদের গুরুত্ব দিন।
সূত্রের খবর, রায়গঞ্জ শহরাঞ্চলের সব বুথে দলের হার নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অভিষেক প্রশ্ন তোলেন, একটাও বুথে জেতা গেল না! কীভাবে এটা হয়? রায়গঞ্জ লোকসভায় স্বল্প ভোটের ব্যবধানে পরাজয়ের জন্য জেলার একাংশ নেতৃত্বের ভূমিকা নিয়েও অসন্তোষ জানান তিনি। রায়গঞ্জ ও করণদিঘি বিধানসভার প্রতিটি বুথে বাড়তি নজরদারি দেওয়ার পরামর্শও দেন তিনি। পাশাপাশি বিজেপি যেখানে যেখানে জিতেছে, সেই সব বুথে গিয়ে তৃণমূল নেতাদের প্রচার করতে বলেছেন তিনি। আবাস যোজনা সংক্রান্ত বঞ্চনার কথাও তুলে ধরতে বলেন।
জানা যাচ্ছে, মুর্শিদাবাদ জেলা নিয়েও বার্তা দিয়েছেন অভিষেক। গোষ্ঠী কোন্দল দূর করে এক সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘‘আলপটকা মন্তব্য করবেন না। দলকে অস্বস্তিতে ফেলবেন না।’’