মোদীর ‘নাটক’ মন্তব্যে পাল্টা তোপ অভিষেকের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১২:১২: শীতকালীন অধিবেশনের (Winter session of Parliament) প্রথম দিনেই উত্তপ্ত হয়ে উঠল জাতীয় রাজনীতি। বিরোধীদের বার্তা দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) বলেন, “সংসদে অযথা নাটক চাই না, কাজ করতে হবে।” এহেন মন্তব্যের পাল্টা দিতে সময় নেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মোদীর উদ্দেশ্যে অভিষেকের পাল্টা প্রশ্ন, ৪০ জনের মৃত্যু যদি মুখ্য নির্বাচন কমিশনারের কারণে হয়, তবে সংসদে জবাব দেবে না কেন্দ্র?
তিনি বলেন, “বিরোধীরা SIR নিয়ে আলোচনা চাইছে। এটা ‘নাটক’? মানুষের দাবিতে কথা বলা যদি ‘নাটক’ হয় তবে আগামী নির্বাচনে মানুষ ওদের (বিজেপিকে) উচিত শিক্ষা দেবে।” আক্রমণ শানিয়ে অভিষেক বলেন, “বিএলও সহ ৪০ জন মারা গিয়েছেন। তারা কমিশনকে দোষারোপ করেছেন। সরকার কেন জবাবদিহি করবে না? ১০ বছর আগে নোটবন্দির সময় মানুষ লাইনে দাঁড়িয়েছিল। কালো টাকার বহর বেড়েছে। কেন্দ্রের উত্তর কোথায়? আমাদের দেশে বিস্ফোরণ ঘটছে এবং সন্ত্রাসীরা প্রবেশ করছে, উত্তর কোথায়? অপরিকল্পিত এসআইআরের কারণে ৪০ জন মারা গিয়েছেন। উত্তর কোথায়?”
তাঁর কথায়, “বিরোধীরা আইনের মধ্যে থেকে প্রশ্ন জিজ্ঞাসা করছে। শুধুমাত্র কয়েকটি রাজ্য জিতেছে বলেই এই নয় যে, তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য নয়। একই মানুষ আপনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আমরা পহেলগাঁও, এসআইআর এবং বিজেপির কারণে ৪০ জন মারা যাওয়ার বিষয়ে প্রশ্ন তুলছি এবং তারা মনে করে এটি নাটক? আমরা এসআইআরের বিরুদ্ধে নই তবে এর পদ্ধতি এবং বাস্তবায়ন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব। কমিশন, বিএলওদের প্রশিক্ষণ দেয়নি, তারা ত্রুটি সংশোধন করেনি, ভোটার তালিকা আপডেট করা হয়নি। আমরা যখন আলোচনা চাইছি তখন প্রধানমন্ত্রী বলছেন এটা নাটক!”